
প্রতিনিধি 2 December 2025 , 5:00:42 প্রিন্ট সংস্করণ

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে পাত্তাই পেল না আয়ারল্যান্ড। প্রথম ম্যাচ হারলেও পরের দুইটি জিতে সিরিজের ট্রফি নিজেদের কাছেই রাখল বাংলাদেশ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচে আইরিশদের ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় সফরকারী আয়ারল্যান্ড। জবাবে ১৩.৪ ওভারে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।

রান তাড়ায় বাংলাদেশের পক্ষে ৩৬ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের ১১তম ফিফটিতে ৪ চারের সঙ্গে ৩টি ছক্কা মারেন তিনি। এছাড়া চার নম্বরে নেমে ১ চার ও ৩ ছক্কায় ২৬ বলে ৩৩ রান করেন পারভেজ হোসেন ইমন।
এর আগে বল হাতে ৪ ওভারে মাত্র ২১ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। মোস্তাফিজ ৩ ওভারে ১১ রানে নিয়েছেন ৩ উইকেট।
এক পর্যায়ে ৫ ওভারে ১ উইকেটে ৫০ রান ছিল আয়ারল্যান্ডের। সেখান থেকে পরের ১৪.৫ ওভারে মাত্র ৬৭ রানের ৯ উইকেট হারিয়েছে তারা। দলের সর্বোচ্চ ৩৮ রান করেছেন পল স্টারলিং।