• জাতীয়

    নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি বড় চ্যালেঞ্জ: ইইউ রাষ্ট্রদূত

      প্রতিনিধি 2 December 2025 , 2:49:58 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করাকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

    বৈঠকে তিনি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। জুলাই চার্টার বাস্তবায়ন এবং গণভোট প্রক্রিয়া নিয়ে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেসব ক্ষেত্রে ইইউ সার্বিক সহায়তা প্রদান করবে বলেও জানান তিনি। রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রত্যাশা এবারের নির্বাচন হবে স্বচ্ছ, স্বাধীন ও নিরপেক্ষ।

    বিজ্ঞাপন

    এ ছাড়া নির্বাচনে বড় সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহের কথাও জানান ইইউ রাষ্ট্রদূত। তিনি গণভোট প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনেই ইইউ বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।

    এর আগে সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধি দল। এ বৈঠকে চার সদস্যের দলটির নেতৃত্ব দিয়েছেন রাষ্ট্রদূত মাইকেল মিলার।

    আগামী জাতীয় নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দল, আন্তর্জাতিক সংস্থাসহ নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে। এর আগে এ বছরের জানুয়ারি, মার্চ এবং আগস্টে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন।

    সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে দেশি-বিদেশি নির্বাচন সংশ্লিষ্ট সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত শলাপরামর্শ করছে নির্বাচন কমিশন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:15 PM এক দশক পর জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু 11:44 AM রিয়ালকে কাঁদিয়ে সুপার কাপ জিতলো বার্সা 11:40 AM সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত 11:06 AM বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁকর্মী মিলন গ্রেপ্তার 11:04 AM বিক্ষোভ-সহিংসতায় জ্বলছে ইরান, বাড়ছে প্রাণহানি 11:01 AM ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে 11:52 PM নির্বাচনের আগে একের পর এক হত্যাকাণ্ড, বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ 10:06 PM নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, জানাল প্রেস উইং 9:52 PM বাবার হোটেলের কর্মচারী মিলনের হাতেই খুন হন শিক্ষার্থী নিলি 8:10 PM শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ: ঢাকা বিভাগীয় কমিশনার