
প্রতিনিধি 1 December 2025 , 5:35:13 প্রিন্ট সংস্করণ

ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
সোমবার বিকাল ৪টা ৪২ মিনিটে এ আগুনের খবর পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি বিকাল সোয়া ৫টায় বলেন, “একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে, আরো ৩ টি ইউনিট পথে রয়েছে।”
আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।