• খেলা

    বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ: ১৭১ রানের লক্ষ্য পেল টাইগাররা

      প্রতিনিধি 29 November 2025 , 8:23:29 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ: ১৭১ রানের লক্ষ্য পেল টাইগাররা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ-আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি ম্যাচে ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা। তবে প্রথম ম্যাচের চেয়ে ১১ রান কম লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। ৬ উইকেটে ১৭০ রান তুলে ইনিংস শেষ করেছে আইরিশরা।

    প্রথম ওভারে ১৩ রান দিলেন মেহেদী তার করা প্রথম ওভারে ১৩ রান তুলেছে আয়ারল্যান্ড। ওভারে তিনটি ৪ মেরেছেন টিম টেক্টর। তানজিম হাসানের বলে দারুণ এক ক্যাচ নিয়ে পল স্টার্লিংকে ফিরিয়েছেন সাইফ হাসান। ডিপ স্কোয়ার লেগে সামনে দু হাত বাড়িয়ে ক্যাচি নিয়েছেন সাইফ। ৫৭ রানে প্রথম পড়ল প্রথম উইকেট। ১৪ বলে ২৯ রান করেছেন স্টার্লিং। উইকেটে এসেছেন টিম টেক্টরের ভাই হ্যারি টেক্টর।

    সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড-২০ ওভারে ১৭০/৬ (টাকার ৪১, টেক্টর ৩৮, স্টার্লিং ২৯, ডকরেল ১৮; মেহেদী ৩/২৫, তানজিম ১/১৭, সাইফউদ্দিন ১/৪০)।

    বিজ্ঞাপন

    বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের করা শেষ ওভারের শেষ বলে রানআউট হয়েছেন লোরকান টাকার। ৩২ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। পাওয়ার প্লেতে ৭৫ রান তোলা আয়ারল্যান্ড শেষ ১৫ ওভারে করেছে ৯৫ রান। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে আইরিশদের রানের চাকায় লাগাম দিয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান। খারাপ করেননি পেসার তানজিম হাসানও। ৩ ওভারে দিয়েছেন ১৭ রান, নিয়েছেন ১ উইকেট।

    মোহাম্মদ সাইফউদ্দিনের বলে লং অনে বাঁ দিকে দৌড়ে দারুণ এক ক্যাচ নিয়ে বাংলাদেশকে পঞ্চম উইকেট এনে দিয়েছেন তানজিদ হাসান। বল লোফার চেয়ে চেয়ে ফলো থ্রুতে ভারসাম্য বজায় রাখাতেই বেশি নম্বর দিতে হবে। ১৮.২ ওভারে ১৫৯ রানে পঞ্চম উইকেট খোয়াল আয়ারল্যান্ড। ডকরেল ফিরলেন ২১ বলে ১৮ করে। তাতে ভাঙল টাকার-ডকরেলের ৫৬ রানের জুটি।

    এর আগে গত ম্যাচের একাদশ থেকে দলে ৩টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন জাকের আলি, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন-শেখ মেহেদি, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

    বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদি, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

    আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), বেন কালির্টজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাককার্থি, ম্যাথিউ হামফ্রিস, জশ লিটল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:21 PM নির্বাচন পর্যবেক্ষণে ৩০ দেশকে আমন্ত্রণ 12:08 PM ১৪ বছরের অপেক্ষার অবসান, ঢাকা-করাচি ফ্লাইট 11:45 AM ১৫ বছর পরও বিচার অধরা: কাঁটাতারের সেই ফেলানী ও তার পরিবারের আর্তনাদ 11:28 AM নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি 11:00 AM বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, জানিয়ে দিলো আইসিসি 10:51 AM প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ 10:13 AM যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ 11:56 PM তারেক রহমানের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে আরও ৩ জনকে নিয়োগ 11:13 PM সাময়িক সময়ের জন্য জকসুর ভোট গণনা স্থগিত 6:38 PM বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি