
প্রতিনিধি 27 November 2025 , 7:39:19 প্রিন্ট সংস্করণ

নীতিগত জায়গা থেকে নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন, আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি বলে জানিয়েছেন-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। তবে কোন আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন করব বলে ঘোষণা দিয়েছি, তবে কোন জায়গা থেকে করব, সেটি ঘোষণা দেইনি।

সরকারে থেকে নির্বাচন করার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, সরকারে থাকা আরও কেউ কেউ নির্বাচন করবেন, এমন কথাও আছে। এমন কোনো আইন বা বিধিনিষেধ নেই, যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তবে সরকারের পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত।
সেই নীতিগত জায়গা থেকে মনে করি, যে-বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করুক, তাদের নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। বাকি বিষয়গুলো সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে জানাতে পারব।
কোন দল থেকে নির্বাচন করবেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজনৈতিক বিষয়ে এখন কোনো মন্তব্য না করাই ভালো। ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই কারো অনিয়ম থাকলে দুদক সেটা অনুসন্ধান করতে পারে।