• আন্তর্জাতিক

    বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিলো ব্রাজিল

      প্রতিনিধি 27 November 2025 , 1:12:27 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে ব্রাজিল। গত বুধবার দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ‘আনভিসা’ এই টিকার অনুমোদন দেয়। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে যখন বিশ্বজুড়ে মশাবাহিত এই রোগের প্রকোপ বাড়ছে, তখন এই টিকাকে ‘ঐতিহাসিক’ অর্জন হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
    সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট ‘বুটানটান-ডিভি’ নামের এই টিকাটি তৈরি করেছে। ১২ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য টিকাটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, বর্তমানে বিশ্বে শুধু ‘টিএকে-০০৩’ নামের ডেঙ্গু টিকা প্রচলিত আছে। তবে এই টিকাটি তিন মাসের ব্যবধানে দুটি ডোজে নিতে হয়। ব্রাজিলে তৈরি নতুন টিকাটির সুবিধা হলো, এটি একবার নিলেই চলবে। ফলে টিকাদান কর্মসূচি আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

    বিজ্ঞাপন

    বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কাল্লাস সাও পাওলোতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ব্রাজিলের বিজ্ঞান ও স্বাস্থ্যের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। যে রোগটি আমাদের কয়েক দশক ধরে ভোগাচ্ছে, এখন আমরা অত্যন্ত শক্তিশালী একটি হাতিয়ার দিয়ে তার মোকাবিলা করতে পারব।’

    ব্রাজিলজুড়ে দীর্ঘ আট বছর ধরে ১৬ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালানোর পর এই টিকা তৈরি করা হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, গুরুতর ডেঙ্গু প্রতিরোধে এই টিকার কার্যকারিতা ৯১ দশমিক ৬ শতাংশ।

    ২০২৪ সালে বিশ্বজুড়ে ডেঙ্গু সংক্রমণ রেকর্ড পর্যায়ে পৌঁছায়। গবেষকরা এর পেছনে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে ১ কোটি ৪৬ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। উদ্বেগের বিষয় হলো, এই মৃত্যুর অর্ধেকই ঘটেছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, ২০২৪ সালে ডেঙ্গু সংক্রমণের ১৯ শতাংশের জন্যই দায়ী বৈশ্বিক উষ্ণতা।

    সংবাদ সম্মেলনে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্ডার পাদিলহা জানান, টিকা উৎপাদনের জন্য চীনা কোম্পানি ‘উশি বায়োলজিক্স’-এর সঙ্গে একটি চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় ৩ কোটি ডোজ টিকা সরবরাহ করা হবে। -সূত্র: এএফপি

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:17 PM জকসু নির্বাচন: গণনায় নাটকীয় মোড়, ভিপি পদে ৮০ ভোটে এগিয়ে ছাত্রশিবির 7:44 PM নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর-সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা 7:05 PM উত্তরবঙ্গের ৯ জেলায় সফরে যাচ্ছেন তারেক রহমান 6:52 PM খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের আনুষ্ঠানিক শোক প্রকাশ 6:30 PM ১১ দিন কারাগারে অমানুষিক নির্যাতনের অভিযোগ-জুলাইযোদ্ধা সুরভীর 6:02 PM ওসমান হাদি হত্যা: প্রধান অভিযুক্ত ফয়সালের ৬৫ লাখ টাকা ফ্রিজ 5:55 PM আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ দিলেন ঢাকার সিজিএম 5:53 PM সংসদ নির্বাচন: ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী 5:43 PM পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তার বদলি 5:40 PM ৩৫ জেলায় নিপাহ ভাইরাস, খেজুরের রসসহ যেসব বিষয় সতর্ক করেছেন বিশেষজ্ঞরা