
প্রতিনিধি 26 November 2025 , 12:56:12 প্রিন্ট সংস্করণ

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ‘এ’ ব্লকের ৪র্থ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ৩২ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ বলেন, বেলা ১১টা ১৪ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে মোট ৭টি ইউনিট পাঠানো হয়। তারা ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আসে।