
প্রতিনিধি 22 November 2025 , 12:49:57 প্রিন্ট সংস্করণ

মধ্যাহ্ন বিরতির পর ক্রিজে নেমে আক্ষেপে পুড়লেন মমিনুল হক। সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থেকে আউট হয়েছেন তিনি। তবে নিজের শততম টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এবার ফিফটি হাঁকালেন মুশফিকুর রহিম।
৫০৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের

শনিবার (২২ নভেম্বর) মিরপুরে টেস্টের চতুর্থ দিনে ৪ উইকেটের বিনিময়ে ২৯৭ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতির পর নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথম ইনিংস শেষে ২১১ রানে এগিয়ে ছিল স্বাগতিকরা। সবমিলিয়ে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়াল ৫০৯ রানের।