• বাণিজ্য

    বিএসটিআই-এর সেবা মিলবে এখন অনলাইনে

      প্রতিনিধি 20 November 2025 , 4:47:29 প্রিন্ট সংস্করণ

    বিএসটিআই-এর সেবা মিলবে এখন অনলাইনে
    বিএসটিআই-এর সেবা মিলবে এখন অনলাইনে
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ই-সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম এর প্রথম পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

    বিএসটিআই হলো বাংলাদেশের জাতীয় মান নির্ধারণ ও বাজারে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণকারী একমাত্র সরকারি প্রতিষ্ঠান। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা।

    বুধবার, তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে সেবা প্রদান সহজীকরণের জন্য এই সফটওয়্যারের উদ্বোধন করা হয়।

    শিল্প মন্ত্রণালয়ের সচিব (অ. দা.) মো. নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফটওয়্যারটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।

    উপস্থিত ছিলেন বিটিএফ প্রকল্পের ডেপুটি চিফ ফুয়াদ এম খালিদ হোসেন, অরেঞ্জ বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল-আশরাফুল কবির জুয়েল, শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    বিজ্ঞাপন

    ইউএসডিএ অর্থায়নে বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্পের আর্থিক সহায়তা এবং অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের কারিগরি সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

    বিএসটিআই এর কর্মকর্তাদের তত্বাবধায়নে ই-সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম টি সফলভাবে তৈরীর জন্য বিএসটিআই এর মহাপরিচালক অরেঞ্জবিডি লিমিটেড কে ধন্যবাদ জানান।

    প্রথম পর্যায়ে সিএম ম্যান্ডেটরি প্রোডাক্ট লাইসেন্স এবং ই-কমার্স (BDS বিক্রয়) এর কার্যক্রম অনলাইনে সবার জন্য উন্মুক্ত করা হলো।

    এখন থেকে উক্ত সেবাসমূহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে আবেদন ও প্রাপ্তির সুযোগ থাকবে।

    সিএম ম্যান্ডেটরি প্রোডাক্ট লাইসেন্স প্রাপ্তির জন্য অনলাইন পেমেন্ট এর মাধ্যমে গ্রাহক (eservice.bsti.gov.bd) লিংক এ গিয়ে আবেদন করতে পারবেন।

    বিএসটিআই কর্তৃক আবেদন গ্রহণের পর যাচাই-বাছাই, পরিদর্শন, সিম্পেল কালেকশন, টেস্ট ফি প্রদান এবং সবশেষ লাইসেন্স প্রদান উক্ত সফটওয়্যার এর মাধ্যমে সম্পাদন হবে। এছাড়া বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইন পেমেন্ট এর মাধ্যমে গ্রাহক (ec.eservice.bsti.gov.bd) লিংক এ গিয়ে BDS ক্রয় করতে পারবেন। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটির মেট্রোলজি লাইসেন্স, এমএসসি লাইসেন্স, কেমিক্যাল ল্যাব টেস্ট, ফিজিক্যাল ল্যাব টেস্ট এবং এডমিন উইং এর সেবাসমূহ সফটওয়্যার এ সংযুক্ত করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:37 PM চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৬ শতাংশে উন্নীত হবে: বিশ্বব্যাংক 8:29 PM তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট নেতাদের বৈঠক 8:15 PM মাসুম হত্যা মামলা: শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে পরোয়ানা 8:01 PM ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা, আরব আমিরাতের 6:22 PM ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলা হবে 6:15 PM মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা: কৃত্রিমভাবে চলছে শ্বাস-প্রশ্বাস 6:14 PM আবারও গুরুত্বপূর্ণ ৩ সড়ক অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের 5:38 PM বিএনপি জুলাই সনদের প্রতিটি প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: সালাহউদ্দিন আহমেদ 5:35 PM কাতারের বিমানঘাঁটি থেকে কর্মীদের সরে যাওয়ার পরামর্শ 4:53 PM লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট