প্রতিনিধি 9 September 2025 , 7:54:21 প্রিন্ট সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামায়াত-শিবির অবস্থান নিয়েছে বলে দাবি করেছেন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোনে অভিযোগ করেন। এ বিষয়ে তিনি জানিয়েছেন ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য জামায়াত-শিবির দায়ী থাকবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু নির্বাচন শেষে ফোন করে এ দাবি জানান।
ফোনে তিনি বলেন, ‘এখন ৫টা বাজে, জামাত-শিবিরের লোকজন বিশ্ববিদ্যালয়ের চারপাশে অবস্থান নিয়েছে। আমি আপনাকে আনুষ্ঠানিকভাবে জানালাম। যদি সাংঘর্ষিক কোনো কিছু হয়, তাহলে আপনাকে এবং ভিসি স্যারকে দায়িত্ব নিতে হবে। আমরা আমাদের পক্ষ থেকে জানিয়ে রাখলাম’।
রাকিবুল ইসলাম পরে সাংবাদিকদের জানান, ‘দুপুর থেকে তারা জানতে পেরেছেন, জামায়াত-শিবিরের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের চারপাশে অবস্থান নিয়েছে। তিনি মনে করেন, তাদের এই অবস্থানের পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য থাকতে পারে। তিনি বলেন, ‘এটা কি জামায়াত-শিবিরের বিশ্ববিদ্যালয়? এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজ, তাহলে তাদের কী কাজ?’