প্রতিনিধি 9 September 2025 , 6:16:00 প্রিন্ট সংস্করণ
পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূত কার্যক্রম বাস্তবায়নের জন্য ৮ সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আদেশে এ কমিটি গঠন করা হয়। ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী একটি ওয়ার্কিং কমিটি গঠিত হয়। অফিস আদেশে বলা হয়, ওয়ার্কিং কমিটির সদস্যরা সভায় উপস্থিতির জন্য বিধি মোতাবেক সম্মানী পাবেন। জানা গেছে, একীভূত ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’।
কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদকে আহ্বায়ক করে এই কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমিন ও উপসচিব ফরিদ আহমেদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২ যুগ্ম সচিব শেখ ফরিদ ও মোহাম্মদ সাইদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের-ব্যাংক রেজল্যুশন বিভাগের পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং একই বিভাগের ২ অতিরিক্ত পরিচালক কাজী আরিফ উজ জামান ও মোহাম্মদ নাজিম উদ্দীন।