
প্রতিনিধি 16 November 2025 , 10:54:48 প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শনিবার (১৫ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়।

রাস্তা অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস পৌঁছায়। পরে তাদের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৩টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু অজ্ঞাত লোকজন গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পরে ঘটনাস্থল থেকে কাটা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।