
প্রতিনিধি 12 November 2025 , 8:55:26 প্রিন্ট সংস্করণ

মেহেরপুর জেলা পুলিশ সুপারের বাসভবনে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। এ সময় আশপাশের লোকজন জড়ো হয় সেখানে। বুধবার (১২নভেম্বর) বিকালে শহরের কোর্ট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একটি দল দ্রুত সেখানে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে নেয়।

প্রাথমিকভাবে জানা গেছে, বাসভবনে অবস্থিত শীততাপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশনার বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাসভবনের ডাইনিং স্পেসটিতে রাখা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিল সহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গিয়েছে বলে জানিয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সাকরিয়া হায়দার।।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, এই বাসভবনে তিনি একাই থাকেন। অফিসে থাকাকালীন বাসভবনের গার্ড আমাকে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের ঘটনার খবর জানান। এরপর আমি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ডাইনিং স্পেসে থাকা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিল সহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।
অপরদিকে, আগুন নিয়ন্ত্রণ নিতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার।