...
জাতীয়

দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ১২’শ টন ইলিশ

  নিজস্ব প্রতিবেদক 8 September 2025 , 5:45:52 প্রিন্ট সংস্করণ

- বাংলাদেশী ইলিশ মাছ। ছবি: সংগৃহীত।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ বছর ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানি করবে বাংলাদেশ। সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এ–সংক্রান্ত আদেশ জারি করেছে। ভারতে শর্ত সাপেক্ষে ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।

দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই ইলিশ রপ্তানি করে বাংলাদেশ। বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের চাহিদা বেশি।

বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ১১ সেপ্টেম্বর অফিস চলাকালে হার্ড কপিতে আবেদন করতে পারবেন আগ্রহী রপ্তানিকারকেরা। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ মার্কিন ডলার নির্ধারণ করেছে সরকার। ইতিমধ্যে যাঁরা আহ্বান ব্যতিরেকেই আবেদন করেছেন, তাঁদেরও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে।

গতবারের চেয়ে অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি
গত বছর দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্ত থেকে সরে এসে শেষ পর্যন্ত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। এবার এর অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো। গতবার সব মিলিয়ে অনুমতি দেওয়া হয়েছিল ৪৯টি প্রতিষ্ঠানকে।

অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা, অনুমতি কোনোভাবেই হস্তান্তর না করা এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া ঠিকায় (সাব-কন্ট্রাক্ট) রপ্তানি না করার শর্তও থাকছে। বলা হয়েছে, সরকার যেকোনো সময় রপ্তানি বন্ধ করতে পারবে। সব সময়ই এসব শর্ত থাকে।

আরও খবর

Sponsered content

সর্বশেষ সংবাদ
5:45 PM দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ১২’শ টন ইলিশ 5:43 PM নিউজার্সি থেকে ৫ বছর পর দেশে ফিরলেন শাবানা 5:41 PM কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তাঁর মায়ের মরদেহ উদ্ধার 5:15 PM ‘রাত থেকে প্রচুর রিপোর্ট মারা হচ্ছে,’ ফেসবুক পোস্টে উমামার অভিযোগ 4:44 PM ৩৩ হাজার পূজা মণ্ডপ, বসানো যাবে না মদ-গাঁজার আসর: স্বরাষ্ট্র উপদেষ্টা 4:31 PM সিরাজগঞ্জে র‍্যাবের ভয়ে নদীতে ঝাঁপ দেয়ায় যুবকের মৃত্যু 3:52 PM নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, রাজধানীতে সেনা মোতায়েন : নিহত ৮ 3:35 PM ‘আইএমএফ থেকে ২ বিলিয়ন আনতেই জান বের হয়ে যায়’ 3:18 PM রিট খারিজ, ভিপি প্রার্থীতা ফিরে পাচ্ছেন না জুলিয়াস সিজার 3:13 PM ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ার বাংলাদেশের মাসুদ
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.