
প্রতিনিধি 5 November 2025 , 5:46:55 প্রিন্ট সংস্করণ

ঢাকা জেলার (মহানগরীসহ) আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ গত ২ নভেম্বর থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ২০২৬ সালের জন্য নবায়ন করা হবে।
নবায়নকালে আগ্নেয়াস্ত্র গুলিবিহীন অবস্থায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড ২০ আগস্ট ২০২৩ তারিখে ৫৯৪ নম্বর স্মারকে জারীকৃত উৎস কর কর্তন বা সংগ্রহ সংক্রান্ত অধিক্ষেত্র আদেশে আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন)-এর ধারা ৮-এর উপধারা ৪-এর ক্ষমতাবলে উৎসে কর কর্তন বা সংগ্রহ সংক্রান্ত অধিক্ষেত্র বিষয়ে আদেশ জারি করে।
ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় ফি ১৪২২১০২ নম্বর খাতে ও ফি এর ওপর ১৫ শতাংশ ভ্যাট ১১৪১১০১ নম্বর খাতে এবং ফি’র ওপর ১০ শতাংশ উৎস কর ১১১১১০১ (ব্যক্তি পর্যায়ে), ১১১২১০১ (কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ে) নম্বর খাতে অনলাইন চালানের মাধ্যমে বাংলাদেশের যেকোনো ব্যাংকে জমা দিয়ে চালানের কপি, টিন সার্টিফিকেট, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, লাইসেন্সের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি মূল লাইসেন্সের সঙ্গে দাখিল করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১০ জুলাই জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০২৫ অনুযায়ী ২০২৬ সালের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন ফি (নবায়ন এর সঙ্গে ১৫% হারে ভ্যাট ও ১০% হারে উৎসে কর প্রযোজ্য) নির্ধারণ করে।
ব্যক্তি পর্যায়ে পিস্তল ও রিভলবারের নির্ধারিত লাইসেন্স নবায়ন ফি ২০ হাজার টাকা এবং বন্দুক, শটগান ও রাইফেলের লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা। আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক পর্যায়ে লং ব্যারেলের (বন্দুক, শটগান ও রাইফেল) লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা এবং প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেলের (বন্দুক, শটগান ও রাইফেল) লাইসেন্স নবায়ন ফি ২০ হাজার টাকা। ডিলিং ও অস্ত্র মেরামতকারী প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা এবং সেফ কিপিংয়ের লাইসেন্স নবায়ন ফি ৬ হাজার টাকা।