• জাতীয়

    রূপরেখার ওপর ভিত্তি করে সেনাবাহিনী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে

      প্রতিনিধি 5 November 2025 , 4:19:10 প্রিন্ট সংস্করণ

    লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান
    লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে।

    বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনারেল অফিসার কমান্ডিং, সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (জিওসি আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

    তিনি বলেন, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। সে রূপরেখার মধ্যে সময়সীমাও দেওয়া আছে। আমরা আশা করি নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেদিকে তাকিয়ে আছি।

    বিজ্ঞাপন

    লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আরও বলেন, সরকার এখন পর্যন্ত নির্বাচনের যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার ওপর ভিত্তি করে সেনাবাহিনী যথাযথ প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম এখন সীমিত আকারে চলছে তারমধ্যে নির্বাচনের সময় আমাদের কী করণীয় সেটাকে ফোকাসে রেখেই প্রশিক্ষণ করছি।

    তিনি আরও বলেন, প্রশিক্ষণের সঙ্গে একটি বিষয় সম্পর্কিত তা হলো শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা বলে থাকি- ‘উই ট্রেইন এজ উই ফাইট’।

    গত ১৫ মাস সেনাবাহিনী বাইরে আছে উল্লেখ করে সেনাবাহিনীর এ কর্মকর্তা বলেন, নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয় তাহলে আরও কিছুদিন বাইরে থাকতে হবে। এতে করে আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে।

    লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, এর পাশাপাশি যে পরিস্থিতির মধ্য দিয়ে গত ১৫ মাস চ্যালেঞ্জ মোকাবিলা করেছে সেনাবাহিনী; এটা সহজ পরিস্থিতি ছিল না। এ ধরনের পরিস্থিতি বাংলাদেশ প্রতিদিন ফেস করেনি। এজন্য আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি।

    গত ১৫ মাস সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় নিয়োজিত আছে এবং অত্যন্ত চ্যালেঞ্জিং ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব পালন করছে। এ ১৫ মাস সেনাবাহিনী অত্যন্ত পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে বলেও উল্লেখ করেন সেনাবাহিনীর এ কর্মকর্তা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:14 PM বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ: প্রজ্ঞাপন জারি 7:42 PM শিক্ষা-সংস্কৃতি ও খেলাধুলার সমন্বয়ে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: আমিনুল হক 7:25 PM পাঁচ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’র মালিক শাকিব খান 6:59 PM চলতি সপ্তাহের ৪ কার্যদিবস শেয়ারবাজারে টানা দরপতন 6:43 PM চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ 6:41 PM অকার্যকর ঘোষিত ৫ ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ 6:32 PM মাদকাসক্ত হয়ে রিহ্যাবে ভর্তি শন উইলিয়ামস 6:23 PM জেনে নিন পুডিং তৈরির সহজ রেসিপি 6:01 PM ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে নিয়োগ 6:01 PM জাতীয়করণ না করলে লাগাতার অবস্থান কর্মসূচি