• রাজনীতি

    বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

      প্রতিনিধি 3 November 2025 , 1:18:22 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে, যেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।

    সোমবার (৩ নভেম্বর) বেলা ১২টা ১০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, বৈঠক শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, বৈঠকে একক ও জোটগত প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি প্রধান আলোচ্য হিসেবে রয়েছে।

    গুলশানে অনুষ্ঠিত এই বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সরাসরি উপস্থিত আছেন, আর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন তারেক রহমান। একইসঙ্গে বিভাগওয়ারী সাংগঠনিক সম্পাদকদেরও দুপুরে গুলশানে উপস্থিত থাকতে বলা হয়েছে।

    বিজ্ঞাপন

    এর আগে, রোববার রাতে বিএনপির ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রবাসী সদস্যদের জন্য প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ কর্মসূচি চালু করা হয়।

    রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এ উপলক্ষ্যে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান ঘোষণা দেন, শিগগিরই দলীয় প্রার্থীদের নাম পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

    তিনি বলেন, ‘খুব শিগগিরই বিভিন্ন আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দল যাকে যে আসনে মনোনীত করবে, তাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

    গত দুই সপ্তাহ ধরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন তারেক রহমান। বৈঠকে তিনি স্পষ্ট করে বলেছেন, দলের সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে।

    দলীয় সূত্রে জানা গেছে, প্রথম দফায় প্রায় দুই শত আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সম্প্রতি জানান, নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রায় দুইশ আসনের প্রার্থী তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:15 PM আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল 11:09 PM এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় নির্বাচন করবেন 9:21 PM ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ 9:15 PM জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপির মিল্টন 8:04 PM বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কে কোথায় লড়বেন 6:57 PM বিমানবন্দরে ধরা পরলো ভুয়া কাস্টমস অফিসার 6:27 PM যে আসন থেকে লড়বেন তারেক রহমান 6:16 PM বগুড়া, দিনাজপুর ও ফেনী থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া 5:59 PM ২৩৭ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা 5:49 PM যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬০ হাজার ৮০২ টন গম