• জাতীয়

    যোগাযোগ খাতের সমন্বিত উন্নয়নের আহ্বান

      প্রতিনিধি 2 November 2025 , 6:08:49 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা রেখে সড়ক,রেল, বিমান ও নৌপথের সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন।

    রোববার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ‘সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ’–এর প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।

    বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের যোগাযোগ ব্যবস্থা এখন খুবই হযবরল অবস্থায় রয়েছে। এটিকে দ্রুত শৃঙ্খলার মধ্যে না আনতে পারলে এটি অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে।

    তিনি আরও বলেন, পরিবেশের কোনো ক্ষতি না করেই কাজ করতে হবে। নদীর ওপর আঘাত করা যাবে না, পানিকে শান্ত রাখতে হবে। মনে রাখতে হবে, পানি আমাদের জন্য একটি বিরাট সম্পদ।

    বিজ্ঞাপন

    বৈঠকে সড়ক ও জনপথ বিভাগ দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থার সমন্বয়ে একটি প্রাথমিক কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে। এতে সড়ক, রেল ও নৌপথের সমন্বিত উন্নয়নের মাধ্যমে যোগাযোগব্যবস্থাকে কীভাবে শৃঙ্খলিত করা যায় তা তুলে ধরা হয়।

    প্রধান উপদেষ্টা পরিকল্পনার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ পরিকল্পনা আমাদের একটি শক্তিশালী ধারণা দিয়েছে। এখন এটিকে বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।

    তিনি আরও বলেন, “পুরো পরিকল্পনা করতে হবে অর্থনৈতিক সমৃদ্ধিকে সামনে রেখে। অভ্যন্তরীণ পরিকল্পনার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার দিকেও নজর দিতে হবে। নদীগুলো আমাদের প্রাণ, তাই উন্নয়ন পরিকল্পনায় তাদের অগ্রাধিকার দিতে হবে।”

    বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ডাক ও টেলিযোগাযোগ খাতের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবসহ সংশ্লিষ্ট সচিব ও কর্মকর্তারা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:58 AM আগামী সপ্তাহ থেকেই বাড়বে ঠান্ডা, ডিসেম্বরে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা 8:49 AM ৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব 8:35 AM ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির জবাব দিল নাইজেরিয়া 8:29 AM নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত 8:22 AM যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন, লেবাননে হামলা জোরদার 8:13 AM আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প 12:11 AM অপশক্তির কাছে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কি-না, এমন শঙ্কা তারেক রহমানের 11:24 PM খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা হামলা ও গুলিবর্ষণ, নিহত ১ 9:53 PM নারী বিশ্বকাপ ফাইনাল: দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট 9:36 PM বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ৫০তম ড. মুহাম্মদ ইউনূস