• আন্তর্জাতিক

    পাকিস্তানে গোপনে ভয়ংকর অস্ত্র পরীক্ষার আশঙ্কা

      প্রতিনিধি 2 November 2025 , 4:09:31 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পাকিস্তানের আকাশে এক রহস্যময় দৃশ্য ঘিরে চলছে ব্যাপক আলোচনা। বেলুচিস্তানের কোয়েটার আকাশে অদ্ভুত আকৃতির এক মেঘ দেখা গেছে। এটি দেখা যাওয়ার পর অনেকে ধারণা করছেন, দেশটি গোপনে ভয়ংকর কোনো অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

    তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। বেসরকারি টেলিভিশন চ্যানেল সামা টিভির এক অনুষ্ঠানে তাকে যখন জিজ্ঞাসা করা হয়, পাকিস্তান কি সত্যিই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে? তিনি বলেন, এসব প্রশ্ন জনসমক্ষে করা ঠিক নয়। এমন বিষয় গোপনে জানা ভালো।

    বিজ্ঞাপন

    ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোরে কোয়েটার আকাশে লেনটিকুলার ক্লাউড বা লেন্স আকৃতির মেঘ দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে কৌতূহল ও জল্পনা সৃষ্টি করে। অনেকেই সামাজিকমাধ্যমে দাবি করেন, এটি হয়তো কোনো সামরিক পরীক্ষার ফল।

    তবে পাকিস্তান আবহাওয়া বিভাগ এই গুজব উড়িয়ে দিয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে, এটি সম্পূর্ণ প্রাকৃতিক লেনটিকুলার মেঘের গঠন, যা সাধারণত পাহাড়ি এলাকায় সূর্যোদয়ের আগে সৃষ্টি হয় এবং কিছু সময় পর মিলিয়ে যায়।

    যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানায়, লেনটিকুলার মেঘ হলো একধরনের লেন্স আকৃতির মেঘ, যা বাতাস স্থির থাকা অবস্থায় পাহাড়ের ওপরে গঠিত হয়। এগুলো দেখতে অনেকটা উড়ন্ত চাকতির মতো লাগে, তাই অনেক সময় মানুষ এগুলোকে রহস্যময় বা অস্বাভাবিক মনে করে।

    আবহাওয়া বিশেষজ্ঞরা বিষয়টিকে পুরোপুরি প্রাকৃতিক বলে ব্যাখ্যা দিলেও প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের প্রশ্ন এড়িয়ে যাওয়া আবারও জনমনে সন্দেহ তৈরি করেছে। কোয়েটার আকাশে দেখা সেই রহস্যময় মেঘের আড়ালে কি শুধু প্রকৃতি, নাকি সত্যিই কোনো গোপন সামরিক পরীক্ষা?

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:22 PM পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো পরমাণু অস্ত্র আছে আমাদের 1:55 PM ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার 1:41 PM ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৯ 1:28 PM কে কি লিখছে, তাতে যায় আসে না 1:18 PM বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা 1:12 PM ১ সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে সরকারের আহ্বান 12:45 PM পোশাকের কার্যাদেশ চলে যাচ্ছে অন্য দেশে 12:20 PM ডিএমপি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ 12:09 PM সিম লক রেখে কিস্তিতে স্মার্টফোন বিক্রির সুযোগ পাচ্ছে অপারেটররা 11:35 AM অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনছে টেসলা