বাণিজ্য

পুঁজিবাজারে সূচকের ইতিবাচক প্রবণতা, কমেছে লেনদেন

  প্রতিনিধি 30 October 2025 , 5:27:02 প্রিন্ট সংস্করণ

পুঁজিবাজারে সূচক। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

সিনিয়র করেসপন্ডেন্ট: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার-ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনের শুরুতে সূচক বাড়লেও কার্যদিবসের তুলনায় টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ।

এ দিন সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৮২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১২২ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১০৮২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১৯৮৭ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

ডিএসইতে ৪৭৬ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫০৩ কোটি ৬৪ লাখ ২ হাজার টাকা। মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪১টি কোম্পানির, বিপরীতে ৮১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে, সিএসইতে বৃহস্পতিবার ১৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ১৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫ টির, কমেছে ৬৪ টির এবং পরিবর্তন হয়নি ৩০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪২৮৬ পয়েন্টে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
11:51 PM রেকর্ড রান তাড়া করে অজিদের হারিয়ে ফাইনালে ভারতীয় নারীরা 11:45 PM পরিবারের বাইরে ঘনিষ্ঠদের কিডনি দান করা যাবে দেশেই, অধ্যাদেশ অনুমোদন 10:00 PM ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি 9:03 PM কারও চাপে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা হয়নি: আখতার আহমেদ 8:55 PM সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ দেড় লাখ করার প্রস্তাব ইউজিসির 7:52 PM মেট্রোরেল লাইন দুর্ঘটনা: চাকরি পাচ্ছেন নিহত আবুল কালামের স্ত্রী 7:38 PM নায়ক সালমান শাহ হত্যা: সামিরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা 7:25 PM ইবতেদায়ী শিক্ষকদের যমুনা অভিমুখে লং মার্চ রোববার 6:50 PM প্রধান উপদেষ্টা গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দেবেন: আসিফ নজরুল 6:13 PM নান্দাইলে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সমাবেশ