চাকরি

বেতন কাঠামো নিয়ে পে কমিশনে এমপিও শিক্ষকদের ১০ দফা প্রস্তাব

  প্রতিনিধি 30 October 2025 , 5:16:10 প্রিন্ট সংস্করণ

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এর লোগো। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় করেছেন, এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’র প্রতিনিধিদল। এ সময় তারা এমপিওভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা ও সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করাসহ ১০ দফা প্রস্তাব দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সচিবালয়ে বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রস্তাব তুলে ধরেন জোটের প্রতিনিধিরা।

প্রস্তাবে গ্রেড-১-এর কর্মকর্তাদের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করার সুপারিশ করা করতে অনুরোধ জানানো হয়। এছাড়া গ্রেড-২-এ ১ লাখ ৪০ হাজার টাকা, গ্রেড-৩-এ ১ লাখ ২৫ হাজার টাকা, গ্রেড-৪-এ ১ লাখ ১০ হাজার টাকা, গ্রেড-৫-এ ৯৫ হাজার টাকা, গ্রেড-৬-এ ৮০ হাজার টাকা, গ্রেড-৭-এ ৭০ হাজার টাকা, গ্রেড-৮-এ ৬২ হাজার টাকা করার প্রস্তাব দেয়া হয়।

আর গ্রেড-৯-এ ৫৫ হাজার টাকা, গ্রেড-১০-এ ৫০ হাজার টাকা, গ্রেড-১১-এ ৪৫ হাজার টাকা, গ্রেড-১২-এ ৪০ হাজার টাকা, গ্রেড-১৩-এ ৩৫ হাজার টাকা, গ্রেড-১৪-এ ৩০ হাজার টাকা মূল বেতনের প্রস্তাব দেন প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

সভায় জোটের প্রতিনিধিদলে ছিলেন-অধ্যক্ষ মাইন উদ্দীন, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, মো. মতিউর রহমান, মো. হাবিবুল্লাহ রাজু, মো. শান্ত ইসলাম, অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন হেলালী, মো. জহিরুল ইসলাম, মো. তোফায়েল সরকার, মো. রবিউল ইসলাম, মো. রাসেল মন্ডল ও মো. মাহবুব আলম।

প্রস্তাবিত ১০ দফা হল-

১) এমপিওভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন প্রস্তাবিত নবম গ্রেডে দিতে হবে।

২) বাড়িভাড়া সরকারি চাকরিজীবীদের মতো মূল বেতনের ৪০-৭০ শতাংশ হারে দিতে হবে।

৩) উৎসব ভাতা বা বোনাস মূল বেতনের সমপরিমাণ দিতে হবে।

৪) বৈশাখী ভাতা মূল বেতনের সমপরিমাণ দিতে হবে।

৫) বিএড আইন বাতিল করতে হবে।

৬) কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে।

৭) অবসর ফান্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরের ৬ মাসের মধ্যে দিতে হবে।

৮) শিক্ষক-কর্মচারীদের রেশন সুবিধায় অন্তর্ভুক্ত করতে হবে।

৯) শ্রান্তি বিনোদন ভাতা ও সুবিধা দিতে হবে।

১০) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে হবে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
11:51 PM রেকর্ড রান তাড়া করে অজিদের হারিয়ে ফাইনালে ভারতীয় নারীরা 11:45 PM পরিবারের বাইরে ঘনিষ্ঠদের কিডনি দান করা যাবে দেশেই, অধ্যাদেশ অনুমোদন 10:00 PM ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি 9:03 PM কারও চাপে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা হয়নি: আখতার আহমেদ 8:55 PM সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ দেড় লাখ করার প্রস্তাব ইউজিসির 7:52 PM মেট্রোরেল লাইন দুর্ঘটনা: চাকরি পাচ্ছেন নিহত আবুল কালামের স্ত্রী 7:38 PM নায়ক সালমান শাহ হত্যা: সামিরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা 7:25 PM ইবতেদায়ী শিক্ষকদের যমুনা অভিমুখে লং মার্চ রোববার 6:50 PM প্রধান উপদেষ্টা গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দেবেন: আসিফ নজরুল 6:13 PM নান্দাইলে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সমাবেশ