প্রতিনিধি 28 October 2025 , 4:29:38 প্রিন্ট সংস্করণ

ইসলাম ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, তাই দেশকে আর বিভ্রান্তের দিকে ঠেলে না দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ে ভোটের মাঠে আসতে হবে জামায়াতকে।
তিনি আরও বলেন, সাহস থাকলে নির্বাচনে আসেন। অমুক করলে আসবো, তমুক করলে আসবো না এটা কেমন কথা?
মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ও জুলাই আন্দোলনের কথা স্মরণ করে হিংসা বিদ্বেষ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনের পথে আসার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের এ উপদেষ্টা।
জয়নুল আবদিন ফারুক বলেন, তালবাহানা করে নির্বাচন পেছানো যাবে না। নিজেদের স্বার্থে ইসলামকে ব্যবহার করলে এটা কেউ মেনে নেবে না।
এসময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার এ দেশের মাটিতেই হবে।
ভারতের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এমন প্রতিবেশী বন্ধু চাই না যারা হাসিনাকে থাকার সুবিধা দেয়। আমার নদীর পানি নিয়ে নেয়।