প্রতিনিধি 26 October 2025 , 1:37:11 প্রিন্ট সংস্করণ

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল লাইনের একটি স্প্রিং বা বিয়ারিং প্যাড ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১২টার দিকে চলন্ত মেট্রোরেল থেকে হঠাৎ বিশাল আকৃতির একটি স্প্রিং নিচে ছিটকে পড়ে। সে সময় ফুটপাত দিয়ে ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিলেন ওই তরুণ। ভারী স্প্রিংটি সরাসরি তার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই তাৎক্ষণিক মারা যান।
পরে স্প্রিংটি পাশের একটি চাপ-সিঙ্গারা দোকানে আঘাত করে দোকানের সামনের কাঁচ ভেঙে দেয়। এতে দোকানে থাকা দুই ব্যক্তি আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষায়, নিচে পড়া স্প্রিংটির ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (DMTCL) এক কর্মকর্তা জানান, বিয়ারিং প্যাড মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত হয়। কীভাবে এটি ছিটকে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

রাজধানীর ব্যস্ত এলাকায় এমন দুর্ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। অনেকের প্রশ্ন, রক্ষণাবেক্ষণে কোনো ত্রুটি ছিল কি না।
ঘটনাটির কারণ ও দায় নির্ধারণে মেট্রোরেল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে ঘটনাস্থলে একজন পথচারী নিহত হয়েছেন। তবে তাঁর নাম, পরিচয় জানা যায়নি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, এ ঘটনার কারণে দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। কখন চালু হবে তা এখনো নিশ্চিত করা যায়নি।
গত ১৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। এর ফলে আগারগাঁও থেকে মতিঝিলে পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। এ ঘটনায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মধ্যে গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। এর মধ্যে দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়েছে।
মেট্রোরেলের লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটির ওজন আনুমানিক ১৪০ বা ১৫০ কেজি। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়াল পথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। এ জন্যেই মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়েছে বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে।