আন্তর্জাতিক

ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টারে দুর্ঘটনা

  প্রতিনিধি 22 October 2025 , 4:24:19 প্রিন্ট সংস্করণ

দুর্ঘটনার কবলে হেলিকপ্টার। ছবি : সংগৃহীত
দুর্ঘটনার কবলে হেলিকপ্টার। ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। হেলিকপ্টারটি অবতরণের সময় কেরালার পাঠানমথিত্তার রাজীব গান্ধী স্টেডিয়ামে দুর্ঘটনার কবলে পড়ে।

বুধবার (২২ অক্টোবর) শবরীমালা মন্দির পরিদর্শন শেষে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টার অবতরণের জন্য স্টেডিয়ামটিকে শেষ মুহূর্তে নির্বাচিত করা হয়। রাতারাতি তৈরি করা কংক্রিট হেলিপ্যাডটি তখনো পুরোপুরি সেট হয়নি। ফলে হেলিকপ্টারের ভার সইতে না পেরে পৃষ্ঠটি ধসে পড়ে। এতে হেলিকপ্টারের একটি চাকা আটকে যায় এবং সামান্য একদিকে হেলে পড়ে।

বিজ্ঞাপন

ঘটনার ভিডিওতে দেখা যায়, পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ছুটে এসে হেলিকপ্টারটিকে নিরাপদে তোলার চেষ্টা করেন। সম্মিলিত প্রচেষ্টায় সেটিকে ভূগর্ভস্থ একটি জলাধার থেকে সরিয়ে আনা সম্ভব হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, মূলত পাম্বার কাছে নীলাক্কালে হেলিকপ্টার অবতরণের পরিকল্পনা ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে পাঠানমথিত্তার স্টেডিয়ামে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

রাষ্ট্রপতি মুর্মু বর্তমানে দক্ষিণ ভারতের চার দিনের সফরে রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি তিরুবনন্তপুরমে পৌঁছান এবং পরে পাঠানমথিত্তা জেলায় যান। এ এলাকাটিতেই শবরীমালা মন্দির অবস্থিত। বুধবার তিনি মন্দির পরিদর্শন ও আরতিতে অংশ নেন বলে প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ