প্রতিনিধি 20 October 2025 , 10:38:30 প্রিন্ট সংস্করণ

শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্র পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ সোমবার (২০ অক্টোবর) আসামি পক্ষের আইনজীবী যুক্তি তুলে ধরবেন।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হেসেন পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে যুক্তি তুলে ধরবেন।

গত সপ্তাহে টানা পাঁচ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আদালতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তির দাবি করেন চিফ প্রসিকিউটর। তবে রাজসাক্ষী চৌধুরী মামুনের সাজার ব্যাপারে আদালতকে বিবেচনা করতে বলেন। জুলাই আন্দোলনে আহত, নিহতের স্বজন, জুলাই সমন্বয়ক, ঘটনার প্রত্যক্ষদর্শী, সাংবাদিক, মামলার তদন্ত কর্মকতাসহ ৫৪ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন।
এদিকে, এদিন আশুলিয়ার হত্যার পর ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ চলবে।