আইন-আদালত

চাঁদাবাজি মামলা থেকে বাচ্চুর নাম বাদ দেয়ায় ভালুকায় গুঞ্জন

  প্রতিনিধি 17 October 2025 , 9:06:52 প্রিন্ট সংস্করণ

বহিষ্কৃত বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ময়মনসিংহের ভালুকায় জমি দখল ও চাঁদাবাজির মামলা থেকে বহিষ্কৃত বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু নাম বাদ দেয়া হয়েছে। এ নিয়ে উপজেলা বিএনপির রাজনৈতিক মহলে নানা রকম গুঞ্জন সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-দক্ষিণ) মো. মহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভালুকার আমলি আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বাচ্চু দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। এ ছাড়াও বিগত সময়ে তিনি ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের অভিযোগ উঠেছে, আর্থিক লেনদেনের বিনিময়ে এই বিএনপি নেতার নাম মামলার চূড়ান্ত চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে। তবে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে বলেন, অনেকে অনেক কিছু বলতে পারে। কিন্তু আর্থিক লেনদেনের অভিযোগ মিথ্যা। মূলত মামলার এজাহার তদন্ত সাপেক্ষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতে নিরপেক্ষতার কোনো ব্যাতয় হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‌অভিযোগ দায়েরের পর মামলাটি তদন্ত করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন তারা। তবে বাচ্চুর নাম কীভাবে মামলা থেকে বাদ পড়েছে, তা বলতে পারবো না। বিষয়টি ডিবি পুলিশ ভালো জানে।

চাঁদাবাজির অভিযোগের ঘটনায় ৩ সেপ্টেম্বর বাচ্চুসহ ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ওই মামলার এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট-পরবর্তী সময়ে ভালুকার এলজি বাটারফ্লাই ম্যানুফেকচারিং কোম্পানির কাছে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। গত বছরের ১ সেপ্টেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ