প্রতিনিধি 5 September 2025 , 4:47:35 প্রিন্ট সংস্করণ
সাগরে জাল ফেলা নিয়ে পূর্ব বিরোধের জেরে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলার মালিকসহ ৮ জন জেলে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় জেলেরা জানায়, প্রায় দুই সপ্তাহে আগে একই স্থানে দুই পক্ষের জাল ফেলাকে কেন্দ্র করে ট্রলার মালিক মো. শফিক ও ইসমাইল মোল্লার জেলেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়ভাবে শালিশের চেষ্টা হলেও সমাধান হয়নি।
এর জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে সোনারচরের দক্ষিণ পাশের সাগর মোহনায় দুই পক্ষের পাশাপাশি ট্রলার রাখাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায়। এসময় উভয় পক্ষের ৮ জন জেলে আহত হন।
ট্রলার মালিক ইসমাইল মোল্লার ছেলে শামীম মোল্লার দাবি, পূর্ব বিরোধের জেরে শফিকের পক্ষের ১০-১১ জন লোক লাঠিসোটা নিয়ে তার বাবা ইসমাইল মোল্লা এবং তাদের ট্রলারের জেলেদের ওপর হামলা চালায়। এতে আহত হন ইসমাইল মোল্লা (৫৫), সোহাগ মোল্লা (৩০), সিয়াম প্যাদা (২২), সিফাদ (২৩) ও কামাল শিকদার (২৫)। আহতদের গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে সোহাগ মোল্লা ও সিয়ামের অবস্থা গুরুত্বর হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে ট্রলার মালিক শফিকের দাবি, জাল ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এই বিরোধ চলাকালে আমাদের ট্রলারের পাশেই এসে তারা ট্রলার রাখায় এই ঘটনা ঘটে। আমরা দুই পক্ষই হাসপাতালে। আমার ট্রলারের জেলে আকতার হোসেন (৩০), রবিউল (২০) ও রবিউল হোসেন (২৩) আহত হয়েছেন। দুইজনকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উভয় পক্ষই চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রামের বাসিন্দা।
রাঙ্গাবালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই মো. শহীদুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের লোক আহত হয়েছে। তাদের ৭ জন হাসপাতালে ভর্তি আছে। ঘটনার তদন্ত চলছে।