প্রতিনিধি 14 October 2025 , 9:20:28 প্রিন্ট সংস্করণ

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি। মঙ্গলবার (১৪ অক্টোবর) এই কর্মসুচীর মাধ্যমে স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। তবে এতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না। এই আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনকে সহায়তা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

কমিশন জানিয়েছে, এ সংক্রান্ত প্রস্তাব পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে আলাদাভাবে দেয়া হবে। শুক্রবার (১৭ অক্টোবর) সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। ৩০টি রাজনৈতিক দল ও জোটকে সইয়ের আমন্ত্রণ জানানো হয়েছে, তবে সব দল শেষ পর্যন্ত সই করবে কি না-তা এখনো নিশ্চিত নয়।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গঠিত ৬ টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রস্তুত হয়েছে জুলাই জাতীয় সনদ। বেশ কয়েক দফা আলোচনা শেষে ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছেছে জাতীয় ঐকমত্য কমিশন।