প্রতিনিধি 13 October 2025 , 5:23:17 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ প্রথমবারের মতো, ৩৫ তম এনভায়রমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ড জিতেছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন, গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম। স্টুডেন্ট ক্যাটেগরিতে ছবিটি এই সম্মান অর্জন করেছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসের রেডফোর্ড স্টুডিও সেন্টারে পুরস্কারটি ঘোষণা করা হয়েছে।

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, এই নমিনেশনের মাধ্যমে ‘নিশি’ বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ছবির গল্পে দেখা যায়, এক চা–শ্রমিকের মেয়ের পড়ালেখা বন্ধ হয়ে যায় পানির সংকটে। বাড়িতে একটা টিউবওয়েল দেয়ার বিনিময়ে নিশি নামে সেই কন্যাসন্তানকে বিয়ে করতে চান এক ব্যবসায়ী। সিলেটের একটি চা–বাগানের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে। এতে অভিনয় করেছেন নিশি, বিশ্বজিৎ, গণেষ ও ভারতী।