বাণিজ্য

চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের চুক্তি শিগগির

  প্রতিনিধি 12 October 2025 , 6:48:45 প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল ৩০ বছর এবং নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ও বে টার্মিনাল ২৫ বছর মেয়াদে পরিচালনার জন্য বিদেশি কম্পানিগুলোর কাছে দিতে যাচ্ছে সরকার। বিদেশি অপারেটর নিয়োগে আগামী ডিসেম্বরে চুক্তি স্বাক্ষর করবে সরকার।

রবিবার (১২ অক্টোবর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘সমুদ্রগামী জাহাজ শিল্পে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এ তথ্য জানান।

ইআরএফ প্রেসিডেন্ট দৌলত আকতার মালার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ মালিক সমিতির প্রেসিডেন্ট আজম জে চৌধুরী এবং বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জাইদি সাত্তার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘২০২০ সালে সরকার চট্টগ্রাম বন্দর বিষয়ে বিদেশি কনসালটেন্ট প্রতিষ্ঠান নিয়োগ করে। তাদের প্রতিবেদন সরকার ছয় মাস আগে পেয়েছে।’ কনসালটেন্টের সুপারিশ অনুযায়ী চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

নৌপরিবহন সচিব বলেন, দেশের শিপিং ও জাহাজ নির্মাণ খাতের প্রধান বাধাগুলো দূর করতে সরকার দ্রুত উদ্যোগ নিচ্ছে।

যাতে খাতটির দক্ষতা, প্রতিযোগিতামূলক সক্ষমতা ও বিনিয়োগ সম্ভাবনা আরও বাড়ানো যায়।
তিনি বলেন, মন্ত্রণালয় ইতোমধ্যে নৌপরিবহন অধিদপ্তর এবং বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে বিদ্যমান আইন ও বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে, যাতে কার্যক্রম আরও সহজ ও ব্যবসাবান্ধব হয়।

নৌপরিবহন সচিব বলেন, ‘শিপিং খাত বর্তমানে সিন্ডিকেট, কাঁচামালের উচ্চ মূল্য, অর্থায়নের জটিলতা এবং বন্দর সক্ষমতার সীমাবদ্ধতাসহ নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।’

তিনি আরো বলেন, জাহাজ নিবন্ধন ও বিক্রির অনুমোদন প্রক্রিয়া সহজ করার পদক্ষেপও নেওয়া হচ্ছে।

ভবিষ্যতে এসব অনুমোদন নৌপরিবহন অধিদপ্তর থেকেই দেওয়া হবে, মন্ত্রণালয়ে আনার প্রয়োজন হবে না

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ