প্রতিনিধি 12 October 2025 , 6:21:32 প্রিন্ট সংস্করণ

রাজধানীর গুলশান ও বনানী এলাকায় অবৈধ শিশা বারে বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) ও (দক্ষিণ) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১-এর সমন্বয়ে তিনটি রেইডিং টিম গঠন করে গোপন সংবাদের ভিত্তিতে মনটানা লাউঞ্জ, The Silver Lounge, Celsius ও Exotic, ইউনিক রিজেন্সী হোটেল এ অভিযান চালায়।
অভিযানের সময় ৩ কেজি অবৈধ শিশা, ৫টি হুক্কা, ২ লিটার বিদেশী মদ, ১২ ক্যান বিয়ার এবং ১২,৮৭০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ মাসুম বিল্লা (২৮, মনটানা লাউঞ্জের ম্যানেজার), মোঃ রাঝি (২২), মোঃ জুলহাস (২৭), রিজোয়ান রোজারীও (৪৫), মোঃ নাছির উদ্দিন (৪৭) এবং নয়ন হোসেন (২০)। পলাতক রয়েছেন আবু সাইদ (৬২) ও ইবনুল হাসান (৬২)।
গ্রেফতারকৃতরা জানিয়েছে, বারে অতিথিদের নিকোটিনযুক্ত শিশা, বিদেশী মদ ও বিয়ার সরবরাহ করা হতো।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক, ঢাকা মেট্রো (উত্তর) শামীম আহমেদ জানিয়েছেন আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান,ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) জানিয়েছে, ভবিষ্যতেও কোন শিশা বার চালু হওয়ার সংবাদ পাওয়া মাত্রই অভিযান পরিচালনা করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।