বিনোদন

‘পারশা কি প্রেম করছেন?’

  প্রতিনিধি 4 September 2025 , 2:50:27 প্রিন্ট সংস্করণ

পারশা মাহজাবীন। ছবি: ফেইসবুক থেকে নেয়া
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ব্যক্তিগত নানা প্রসঙ্গে প্রায় সময় গণমাধ্যমের নানা প্রশ্নের মুখোমুখি হন তরুণ গায়িকা ও অভিনেত্রী পারশা মাহজাবীন। এবার তিনি মুখোমুখি হলেন প্রেমের প্রসঙ্গ নিয়ে। ‘পারশা কি প্রেম করছেন’—সেই প্রশ্নে এই অভিনেত্রী হেসে বলেন, ‘প্রেমে তো পড়তে পারছি না। প্রেমে পড়তে চাচ্ছি, কিন্তু পারছি না।’

পারশা জানান, নিজের পছন্দের ছেলেকেই তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন। কিন্তু জুতসই তেমন কাউকে এখনো নাকি মনে ধরেনি, ‘আমার হয়তো রিকোয়ারমেন্ট অনেক। যে কারণে হয়তো ভালো কোনো পছন্দমতো ছেলে খুঁজে পাচ্ছি না। এখন মানুষকে তো আর কাস্টমাইজ করে বানানো যায় না। আমি যেমন চাই, তেমন ছেলেই পেয়ে গেলাম, সেটা প্রত্যাশা করে বসে থাকারও অর্থ হয় না। এটা তো মানতেই হবে। আমার পছন্দমতো সবকিছু হবে, সেটা তো অবশ্যই নয়। এমন হতে পারে, আমি যেমনটা চাই তার চেয়ে একদম বিপরীত ধরনের কাউকে পছন্দ হয়ে গেল। তেমনও হতে পারে।’

বিজ্ঞাপন
পারশা মাহজাবীন। ছবি: ফেসবুক থেকে

জীবনটা নিজের মতো করেই ভাবেন পারশা মাহজাবীন। সেখানে ধরাবাঁধা কোনো কিছুর মধ্যে নিজেকে আটকে রাখতে চান না। তিনি বলেন ‘আমি ধরাবাঁধা কোনো নিয়মে নাই। মানুষ সব সময়ই তাঁর পছন্দমতো সবকিছু পাবে, তেমনটা নয়। এমনও যদি হয়, তেমন কারও সঙ্গে যদি ভালো ম্যাচিং হয়ে যায়, আমার সবকিছু তাঁর সঙ্গে মিলিয়ে যাচ্ছে, সে আমাকে ভালোভাবে নিচ্ছে, তাহলে নতুন করে ভাবব।’

জীবনটা নিজের মতো করেই ভাবেন পারশা মাহজাবীন। সেখানে ধরাবাঁধা কোনো কিছুর মধ্যে নিজেকে আটকে রাখতে চান না। তিনি বলেন ‘আমি ধরাবাঁধা কোনো নিয়মে নাই। মানুষ সব সময়ই তাঁর পছন্দমতো সবকিছু পাবে, তেমনটা নয়। এমনও যদি হয়, তেমন কারও সঙ্গে যদি ভালো ম্যাচিং হয়ে যায়, আমার সবকিছু তাঁর সঙ্গে মিলিয়ে যাচ্ছে, সে আমাকে ভালোভাবে নিচ্ছে, তাহলে নতুন করে ভাবব।’

ক্যারিয়ারে গান ও অভিনয় একসঙ্গে চালিয়ে যেতে চান পারশা। তবে নিজেকে সব সময় গানের মানুষ হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি বলেন, ‘আমি অভিনয় এখনো সেভাবে রপ্ত করতে পারিনি। গান আমার অন্তরের সঙ্গে মিশে আছে। গান ছাড়া আমি অচল। গান শুনতে ও গাইতে ভীষণ ভালো লাগে। আর অভিনয় করার পর কেউ পছন্দ করলে অনুপ্রাণিত হই। ফিডব্যাক পেলে ভালো লাগে। আরও অভিনয় করতে ইচ্ছা করে।’

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:23 PM খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ফিজিওর মৃত্যু 4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫