অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, অর্থনৈতিক ঝুঁকি

  প্রতিনিধি 4 September 2025 , 12:43:38 প্রিন্ট সংস্করণ

বিশ্ব বাজারে বাড়ছে স্বর্ণের দাম
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

বিশ্ব রাজনীতির অস্থিরতা, ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর প্রত্যাশা এবং চলমান অর্থনৈতিক ঝুঁকির কারণে ক্রমেই বাড়ছে স্বর্ণের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার স্বর্ণের দামে নতুন রেকর্ড হয়েছে। মূল্যবান ধাতুটির মূল্য ১ শতাংশ বেড়ে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

রয়টার্স বলেছে, ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এই প্রত্যাশায় বিনিয়োগকারীরা ব্যাপকভাবে স্বর্ণে বিনিয়োগ করেছেন। এতে ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণ আউন্সপ্রতি ৩৫০০ ডলারের ওপর উঠেছে। এ বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৩৪.৫ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত স্পট স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৩ হাজার ৫৭৬ দশমিক ৫৯ ডলার। যা ইতিহাসের সর্বোচ্চ ৩ হাজার ৫৭৮ দশমিক ৫০ ডলার স্পর্শ করেছে। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দর বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩৫ দশমিক ৫০ ডলারে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মূল্যবান ধাতুর বিশ্লেষক সুকি কুপার রয়টার্সকে বলেছেন, ‘স্বর্ণের বাজার এখন মৌসুমভিত্তিক ভোক্তা চাহিদার শক্তিশালী সময়ে প্রবেশ করছে। এর সঙ্গে সেপ্টেম্বর মাসের ফেড বৈঠকে সুদের হার কমানোর প্রত্যাশা। আমরা মনে করি নতুন রেকর্ড তৈরি হবে।’

বিজ্ঞাপন

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, বাজার সেপ্টেম্বরের ১৭ তারিখে ফেডের বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমানোর প্রায় ৯২% সম্ভাবনা ধরে নিচ্ছে। সুদবিহীন স্বর্ণ সাধারণত নিম্ন সুদের পরিবেশে বেশি উপকৃত হয়। এতে সার্বিকভাবে বৈশ্বিক অর্থনীতি ঝুঁকিতে পড়বে।

বিশ্লেষকদের মতে, এ বছর স্বর্ণের রেকর্ড ভাঙা দামের পেছনে প্রধান কারণগুলো হলো— কেন্দ্রীয় ব্যাংকগুলোর টেকসই ক্রয়, মার্কিন ডলার থেকে বৈচিত্র্যকরণ, ভূরাজনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনার মধ্যে নিরাপদ বিনিয়োগের চাহিদা এবং ডলারের সার্বিক দুর্বলতা।

বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, ‘তথ্য প্রকাশের আগেই স্বর্ণের দাম রেকর্ড গড়েছিল। পরিসংখ্যান দুর্বল আসায় দামকে আরও উর্ধ্বমুখী হতে সাহায্য করেছে। পরবর্তী লক্ষ্যমাত্রা হবে আউন্সপ্রতি ৩ হাজার ৬০০ ডলার।’

বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। টানা ৩ দফায় বেড়েছে মূল্যবান ধাতুটির দাম। এই তিন দফায় বাড়ানো হয়েছে ৪ হাজার ১৮৭ টাকা। সবশেষ সোমবার (১ সেপ্টেম্বর) রাতে স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়েছে সংগঠনটি। এ নিয়ে চলতি বছর মোট ৪৭ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৩১ বার, আর কমেছে মাত্র ১৬ বার।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৮২৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৯ হাজার ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি