বাণিজ্য

৩ চুক্তির আওতায়, ৬ হাজার কোটি টাকার এলএনজি কিনবে সরকার

  প্রতিনিধি 5 October 2025 , 6:43:24 প্রিন্ট সংস্করণ

- তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

২০২৫-২৬ অর্থবছরে দীর্ঘমেয়াদি নতুন ৩ চুক্তির আওতায়, ১৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ৫ হাজার ৯৭৩ কোটি ৬০ লাখ ১০ হাজার ২৬০ টাকা। এই চুক্তিগুলো কাতার ট্রেডিং এলএলসি, ওমানের ওকিউ ট্রেডিং এবং মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির সাথে করা হয়েছে।

এ ছাড়া চলমান অর্থবছরে সব মিলিয়ে মোট ১১৫ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আনা হবে ৮২ কার্গো এবং স্পট মার্কেট থেকে কেনা হবে ৩৩ কার্গো এলএনজি। যার মাধ্যমে ব্যয় হবে ৫৫ হাজার ৩২ কোটি ৯ লাখ ৭৮ হাজার ২২৩ টাকা। পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে বিষয়টি নিয়ে কথা বলতে গণমাধ্যমের পক্ষ থেকে, একাধিকবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

সুত্রে জানা গেছে, চলতি অর্থবছরে মোট ১১৫ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর মধ্যে নতুন দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় মোট ১৫ কার্গো এলএনজি আমদানি করা হবে। আর কাতার ট্রেডিং এলএলসি থেকে কেনা হবে ৬ কার্গো। এতে ব্যয় হবে ২ হাজার ৩৩০ কোটি ৯ লাখ ১৮ হাজার ২৮০ টাকা। ছয় কার্গোতে মোট ১ কোটি ৯২ লাখ এমএমবিটিইউ এলএনজি আসবে। প্রতি এমএমবিটিইউর খরচ হবে ৯ দশমিক ৮৬ মার্কিন ডলার।

দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ওমান ও কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনে সরকার। বিশ্ববাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ার পরও তুলনামূলক কম দামে এ দুই দেশ থেকে এলএনজি পাওয়া যায়। এ জন্য সরবরাহ বাড়াতে ২০২৩ সালের ১ জুন কাতারের সঙ্গে নতুন করে আরেকটি চুক্তি করা হয়েছে।

এ ছাড়া ওমানের ওকিউ ট্রেডিং থেকে চলতি অর্থবছরে কেনা হবে দুই কার্গো এলএনজি। এতে ব্যয় ধরা হয়েছে ৮২১ কোটি ৯১ লাখ ৪০ হাজার ৪৪০ টাকা। দুই কার্গোতে ৬৪ লাখ এমএমবিটিইউ এলএনজি আসবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির খরচ হবে ১০ দশমিক ৪৪ মার্কিন ডলার। ওমানের এই কোম্পানি থেকে ১৭ কার্গো এলএনজি আমদানির জন্য চলতি বছরের ২২ জুলাই পেট্রোবাংলা চুক্তি স্বাক্ষর করে।

অপরদিকে, মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে চলতি অর্থবছরে কেনা হবে সাত কার্গো এলএনজি। এতে খরচ ধরা হয়েছে ২ হাজার ৮২১ কোটি ৫৯ লাখ ৫১ হাজার ৫৪০ টাকা। ৭ কার্গোতে মোট ২ কোটি ২৪ লাখ এমএমবিটিইউ এলএনজি আমদাানি করা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজি ব্যয় ধরা হয়েছে ১০ দশমিক ২৪ মার্কিন ডলার।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি