আন্তর্জাতিক

পাকিস্তানের জেহরিতে সেনা অভিযানে নিহত ১৪

  প্রতিনিধি 4 October 2025 , 8:18:07 প্রিন্ট সংস্করণ

- পাকিস্তান সেনাবাহিনী বেলুচিস্তানের খুজদারের জেহরিতে অভিযান চালায়। ছবি: জিও নিউজ।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

পাকিস্তান সেনাবাহিনী বেলুচিস্তানের খুজদারের জেহরিতে অভিযান চালিয়েছে। এতে ১৪ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। এই সন্ত্রাসীদের ভারতীয় ‘প্রক্সি বাহিনীর সদস্য’ হিসেবে অভিহিত করেছে নিরাপত্তা বাহিনী।

বিজ্ঞাপন

শনিবার (৪ অক্টোবর) স্থানীয় গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ওই সন্ত্রাসীরা নিহত হয় এবং আহত হয়েছে ২০ জন। এর আগে গত সপ্তাহে বেলুচিস্তানের সেরানিতে এমন অভিযান চালায় সেনাবাহিনী।

অভিযানের পর এক বিবৃতিতে সশস্ত্র বাহিনী জানায়, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সেরানি বিভাগে তেহরিক-ই-পাকিস্তানের সদস্যদের উপস্থিতির খবর পেয়ে আরেকটি অভিযান চালানো হয়। তখন ৭ ভারতীয় খারেজি নিহত হয়েছে।

অপরদিকে, পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী দুই প্রদেশ খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানে সবচেয়ে বেশি সহিংসতা দেখা গেছে। সেখানে ত্রৈ-মাসিকে যেসব সহিংসতা হয়েছে, তার ৪৬ শতাংশই হয়েছে এই প্রদেশগুলোতে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ