আন্তর্জাতিক

গাজা দখলের অভিযান ‘স্থগিত’ রাখার নির্দেশ ইসরায়েলের

  প্রতিনিধি 4 October 2025 , 9:36:10 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

সামরিক বাহিনীকে গাজা দখলের অভিযান ‘স্থগিত’ রাখার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি সরকার। এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী পরিচালিত রাষ্ট্রায়ত্ত রেডিও ‘আর্মি রেডিও’। খবর আল জাজিরার।

আজ শনিবার (৪ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর প্রতিবেদক ডোরন কাদোশ জানিয়েছেন, ইসরায়েলের ‘রাজনৈতিক পর্যায়’ সামরিক বাহিনীকে গাজার কর্মকাণ্ড ‘ন্যূনতমে’ সীমিত রাখতে এবং শুধুমাত্র ‘রক্ষামূলক অভিযান’ চালাতে নির্দেশ দিয়েছে।

তিনি এক্স (পূর্বে টুইটার) পোস্টে লিখেছেন, ‘প্রায়শ্চিত্তিক অর্থে: গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রয়েছে।’

বিজ্ঞাপন

এর আগে, স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ইসরায়েলি রাজনৈতিক নেতারা ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ কার্যকর করার প্রস্তুতির অংশ হিসেবে গাজায় সামরিক কার্যক্রম কমানোর নির্দেশ দিয়েছেন।

সাম্প্রতিক ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী প্রথমবারের মতো বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, সেনাপ্রধান এয়াল জামির রাতে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বিশেষ পরিস্থিতি মূল্যায়ন বৈঠক করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘রাজনৈতিক পর্যায়ের নির্দেশ অনুযায়ী, সেনাপ্রধান বন্দিদের মুক্তির জন্য ট্রাম্প পরিকল্পনার প্রথম ধাপ কার্যকর করার প্রস্তুতি ত্বরান্বিত করতে বলেছেন। পাশাপাশি, আমাদের বাহিনীর নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে এবং সমস্ত সামরিক সক্ষমতা সাউদার্ন কমান্ডে সংরক্ষিত থাকবে।’

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি