প্রতিনিধি 2 October 2025 , 8:32:31 প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবা খাতে বর্ধিত প্রায় ৪১ শতাংশ ট্যারিফ কার্যকর করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। ১৫ অক্টোবর থেকে এই ট্যারিফ কার্যকর হবে বলে জানা গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চবকের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবদুস শাকুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। এসব খাতের মধ্যে রয়েছে জাহাজ ভেড়ানো, কনটেইনার উঠানো-নামানো ও পরিবহণ সেবা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুসারে ট্যারিফ ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এখন ১৪ অক্টোবর রাত ১২টার পর থেকে বন্দরে আসা সব জাহাজের জন্য ভেসেল বিল, কনটেইনার বিল ও কার্গো বিল বর্ধিত ট্যারিফ হারে আদায় করা হবে। নতুন ট্যারিফ হারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিল প্রস্তুতের জন্য বন্দরের সব সফটওয়্যার প্রতষ্ঠানকে ১৪ অক্টোবরের মধ্যে নির্ভুল সিস্টেম চালু করতে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, অস্বাভাবিক এই ট্যারিফ নিয়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের নৌ মন্ত্রণালয়ে ডেকে বৈঠক করেন, নৌ পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ব্যবসায়ীরা সর্বোচ্চ ১০ থেকে ১২ শতাংশ পর্যস্ত ট্যারিফ ধার্যের প্রস্তাব দেন।
ওই সময় ব্যবসায়ীরা উপদেষ্টাকে জানান, ‘বর্তমান অবনতিশীল অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের দুর্যোগ মুহূর্তে সেবা খাতে ৪১ শতাংশ ট্যারিফ বৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে। ফলে আমদানি-রপ্তানি ব্যয় দ্বিগুন বেড়ে যাবে। বন্দর যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান নয় এবং লোকসানেও নেই, তাই ব্যবসায়ীদের ওপর ট্যারিফের বোঝা চাপানো উচিত নয়।