প্রতিনিধি 30 September 2025 , 8:41:43 প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনারের স্বাক্ষর যুক্ত একটি নির্দেশনা নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই আদেশে দেখা যায়, আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্য থাকতে না পারে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

এ ব্যাপারে সিএমপি’র কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, ‘সম্প্রতি মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। বৈঠকের পর গত রোববার একটি নির্দেশনা সিএমপির-বিভিন্ন কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়। ‘এই নির্দেশনা ড্রাফট কপি ছিল। সেটি কিভাবে যেন বাইরে চলে গেছে। আমরা নতুন করে সংশোধনীর ব্যাবস্থা করছি’।
তবে নির্দেশনার একটি অংশে লেখা রয়েছে, ডিসেম্বর ২০২৫ এর মধ্যে এসএমপির আওতাধীন এলাকায় কোন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজন প্রকাশ্যে যাতে থাকতে না পারে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রদান করার জন্য সকল অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করা হলো। এসি, এডিসি ও ডিসিগণ এ বিষয়ে তদারকি করবেন।