প্রতিনিধি 24 September 2025 , 8:08:47 প্রিন্ট সংস্করণ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি হেড অব রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আর অ্যান্ড আই) পদে জনবল নিয়োগ করবে। ২৩ সেপ্টেম্বর থেকে আবেদন নেয়া শুরু হয়েছে। এটি করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: প্রতিষ্ঠানের নাম-ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, চাকরির ধরণ-বেসরকারি চাকরি, প্রকাশের তারিখ-২৩ সেপ্টেম্বর, পদ-১টি, লোকবল-১ জন, অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর, অফিশিয়াল ওয়েবসাইট https://www.waltonhil.com

পদের নাম-হেড অব রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আর অ্যান্ড আই), শিক্ষাগত যোগ্যতা-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে (এমই) বিএসসি, অন্যান্য যোগ্যতা-ইলেকট্রনিক সরঞ্জাম/গৃহস্থালী যন্ত্রপাতিতে ভালো ধারণা। চাকরির ধরণ-ফুলটাইম, কর্মক্ষেত্র-অফিসে, প্রার্থীর ধরণ-নারী-পুরুষ (উভয়), বয়সসীমা-কমপক্ষে ৩৫ বছর, কর্মস্থল-গাজীপুর (কালিয়াকৈর)।
অন্যান্য সুবিধা: বেতন-আলোচনা সাপেক্ষে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।