জাতীয়

দুর্গাপূজার পর ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন

  প্রতিনিধি 22 September 2025 , 8:22:23 প্রিন্ট সংস্করণ

নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন
নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে তিনি জানান, দুর্গাপূজার কারণে আগের ঘোষিত তারিখ পরিবর্তন করে নতুন দিন নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার দুপুরে রাকসু নির্বাচন পেছানোর দাবি তোলে ছাত্রদলসহ বিভিন্ন প্যানেল। তাদের ভাষ্য ছিল, শারদীয় দুর্গাপূজার সময়সূচির কারণে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ সম্ভব নয়।

তবে ছাত্রসংগঠন শিবির সেই তারিখেই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দেয়। তারা বলেছিল, নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে থাকায় দেরি করলে প্রক্রিয়াটি জটিল হয়ে পড়বে।

নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, সব পক্ষের মতামত এবং ধর্মীয় উৎসবের বাস্তবতা বিবেচনা করেই ২৫ সেপ্টেম্বর থেকে নির্বাচন সরিয়ে ১৬ অক্টোবর নতুন দিন ঘোষণা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত তারিখে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের আয়োজন করা হচ্ছে। এ নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পাবে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
6:03 PM শাপলা প্রতীক পাচ্ছেনা এনসিপি 5:55 PM টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ 5:45 PM গতি কমল মেট্রোরেলের 5:28 PM থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশ 5:20 PM প্রতি আসনে একাধিক প্রার্থী প্রস্তুত রাখছে বিএনপি 4:56 PM এক লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান 4:39 PM পুলিশ সদস্যদের নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না 4:23 PM খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ফিজিওর মৃত্যু 4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭