প্রতিনিধি 1 September 2025 , 12:00:48 প্রিন্ট সংস্করণ
রাজধানীতে জনদুর্ভোগ এড়াতে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবারের (২ সেপ্টেম্বর) পূর্ব ঘোষিত র্যালি কর্মসূচি বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে দলটি ওই সময়ে পুকুর, খাল ও নালা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকার নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপির উদ্দেশ্য নয়। তাই র্যালি কর্মসূচি বাতিল করেছি। এর পরিবর্তে নগরীর স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে পুকুর, খাল আর নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে নালা পরিষ্কার করবেন। এ কর্মসূচিতে সাধারণ মানুষকেও অংশ নেয়ার আহ্বান জানান রিজভী।