• রাজনীতি

    আশ্বস্ত হয়ে ইসি ছাড়ল ছাত্রদল

      প্রতিনিধি 19 January 2026 , 6:21:46 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারসহ তিন অভিযোগের বিষয়ে আশ্বস্ত হয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে থেকে সরে গিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

    সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ কথা জানান।

    তিনি বলেন, আমরা আমাদের অভিযোগ তিনটির বিষয়ে ইসি থেকে আশ্বস্ত হয়েছি। আমরা আরও আশ্বস্ত হতে চাই। তারা আমাদেরকে অনুরোধ জানিয়েছে যেন আমরা আজকের মতো কর্মসূচি এখানে স্থগিত করি। সেজন্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ পরবর্তীতে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যে, আমরা সাময়িকভাবে এই কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি।

    তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যদি আবারও কোনো রাজনৈতিক গোষ্ঠী কিংবা কোনো ছাত্র সংগঠন এখানে প্রবেশ করে জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টা চালায়, কিংবা নির্বাচন চলাকালীন কোনো সিদ্ধান্ত গ্রহণে এদেরকে বাধ্য করে, তাহলে ছাত্রদল কী করতে পারে তা দুই দিনে দেখিয়েছে। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদের হুমকি দেবেন না। আপনাদের যা করার করেন, আমাদের কাজ আমরা করব।

    বিজ্ঞাপন

    রাকিবুল ইসলাম রাকিব বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু করবে। আমরা সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রস্তুত থাকব, যাদের কারণে আমাদের এই দুই দিন এখানে অবস্থান করতে হলো। যদি সে ধরনের কোনো প্রচেষ্টা আবারও চালানো হয়, আমরা আজকের এই অবস্থান কর্মসূচি সমাপ্তির সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি— আবারও যদি কোনো ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত আসে, তবে আমরা তাৎক্ষণিকভাবে নতুন কর্মসূচি নিয়ে হাজির হব।

    এর আগে বিকেল সোয়া ৫টার দিকে কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলের চার সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় অতিরিক্ত সচিব আলী নেওয়াজ তাদের আন্দোলন স্থগিতের আহ্বান জানান। তার আহ্বানে উত্তরে রাকিব বলেন, আমরা দেখেছি, আপনারা প্রত্যাশা দেওয়ার পর আমরা যখন চলে যাই এরপরে জামায়াত কিংবা এনসিপির নেতারা আসলে আপনারা তাদের কথায় পাল্টে যান।

    এ সময় আলী নেওয়াজ বলেন, আপনাদের তো পর্যবেক্ষণ করার সময় আছে, আপনারা পর্যবেক্ষণ করুন। দেখুন আমরা আপনাদের দাবি বাস্তবায়ন করি কি না। আমি অনুরোধ করবো, আপনারা আপাতত আন্দোলন স্থগিত করুন। জবাবে ছাত্রদল সভাপতি বলেন, আমরা গতকালও আপনাদের অনুরোধ শুনে আন্দোলন স্থগিত করেছিলাম। আমরা প্রত্যাশা করেছিলাম আপনারা আমাদের দাবিগুলো পূরণ করবেন। কিন্তু, আমরা দেখলাম আমাদের একটি দাবি ছাড়া আর কোনও দাবি বাস্তবায়ন হলো না।

    তার এমন বক্তব্যের পরে অতিরিক্ত সচিব আলী নেওয়াজ আবারও তাদের আশ্বস্ত করার চেষ্টা করে। এ সময় ছাত্রদল সভাপতি বলেন, আমরা কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত জানাচ্ছি। তবে আমাদের অনেক সহকর্মীরা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে।

    পরে আলোচনা শেষে কর্মসূচি শেষ করার ঘোষণা দেন রাকিব।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:41 PM ঢাকা-১৬ আসনে বিএনপি প্রার্থী আমিনুল হক 6:58 PM ‘হ্যাঁ’ ভোট দিলে দেশ বৈষম্যমুক্ত হবে : প্রধান উপদেষ্টা 6:21 PM আশ্বস্ত হয়ে ইসি ছাড়ল ছাত্রদল 4:50 PM অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই: অর্থ উপদেষ্টা 4:31 PM শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত 3:26 PM বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান 3:14 PM শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত 3:11 PM শোকজের জবাবে বিসিবিকে যা জানালেন নাজমুল 1:46 PM বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র 11:53 AM বাফুফের হাতে ফিফা বিশ্বকাপের টিকিট, আবেদনের আহ্বান