অর্থনীতি

ডিএসই-সিএসই: সবধরণের কোম্পানির শেয়ারের দরপতন

  প্রতিনিধি 18 September 2025 , 7:49:08 প্রিন্ট সংস্করণ

-ডিএসই ও সিএসই’র লোগো। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রায় সব ধরণের কোম্পানির শেয়ারের ঢালাও দরপতন হয়েছে। যার কারণে কমে গেছে লেনদেনের পরিমাণ। ফলে মূল্য সূচকেরও পতন হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার-ইউনিটের দামেও ধস নামে। এর মাধ্যমে চলতি সপ্তাহে টানা ২ কার্যদিবস এবং শেষ ৮ কার্যদিবসের মধ্যে ‘১৮ সেপ্টেম্বর’ ব্যাপক দরপতন হয়েছে।

জানা গেছে, সপ্তাহের মঙ্গল ও বুধবার দেশের শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়। তবে গত বৃহস্পতিবার মূল্য সূচকের কিছুটা উত্থান হয়েছিল। আবারও চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দরপতন দেখা যায়। অপরদিকে, সোমবার দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও, অধিকাংশ ব্যাংকের শেয়ারের দাম বাড়ায় সূচক কিছুটা বাড়ে। পরদিন মঙ্গলবার দাম বাড়ার তালিকায় নাম লেখায় বেশির ভাগ প্রতিষ্ঠান, একই ধারা অব্যহত থাকে বুধবারের বাজারে। আর শেষ কার্যদিবসে আবারও বাজারে নামে ধস।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার বাজারে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। তবে উত্থান-পতনের মধ্য দিয়ে প্রথম ৩ ঘণ্টা সূচক ঊর্ধ্বমুখী থাকে। কিন্তু শেষ ঘণ্টার লেনদেনে ঢালাও দরপতন হয়। এতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার পাশাপাশি সবকটি মূল্য সূচক কমে লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে, ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৩০৩ টির। আর অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএসই-৩০ সূচক’ আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট কমে ২ হাজার ১০৭ পয়েন্টে নামে। আর ‘ডিএসই শরিয়াহ সূচক’ ১৩ পয়েন্ট কমে ১ হাজার ১৭৮ পয়েন্টে অবস্থান করছে। মূল্য সূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৫৪ কোটি ৭২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৩৭ কোটি ৫৭ লাখ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৮২ কোটি ৮৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৭৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ২০৭ প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১২৭টির এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২ কোটি ৫১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২২ কোটি ৪ লাখ টাকা।

এ ছাড়াও ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ওরিয়ন ইনফিউশন, এনভয় টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, রবি, সোনালী পেপার ও ইউসিবি ব্যাংক।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ