
প্রতিনিধি 17 January 2026 , 12:57:33 প্রিন্ট সংস্করণ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের খারান শহরে বড় ধরনের নাশকতার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সরকারি ও বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে চালানো একাধিক সন্ত্রাসী হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর এই পাল্টা অভিযানে অন্তত ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। মূলত খারান শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো দখল নেওয়ার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা এই সমন্বিত হামলা চালিয়েছিল।
আইএসপিআরের দেওয়া তথ্যানুযায়ী, ভারত-পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামক একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ১৫ থেকে ২০ জন সশস্ত্র সন্ত্রাসী খারান শহরে একযোগে আক্রমণ চালায়। তাদের মূল লক্ষ্যবস্তু ছিল খারান সিটি পুলিশ স্টেশন, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং হাবিব ব্যাংক লিমিটেড। হামলার একপর্যায়ে সন্ত্রাসীরা ব্যাংক দুটি থেকে প্রায় ৩৪ লাখ রুপি লুট করতে সক্ষম হয়। এছাড়া তারা পুলিশ স্টেশনে ঢুকে জিম্মি পরিস্থিতি তৈরির চেষ্টাও চালিয়েছিল। তবে নিরাপত্তা বাহিনীর ত্বরিত ও কার্যকর পদক্ষেপের কারণে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয় এবং বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। বর্তমানে খারান ও এর আশপাশের এলাকায় ক্লিন-আপ বা মপ-আপ অভিযান অব্যাহত রয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও দ্রুত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি জানান, অভিযানে একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন, যাকে চিকিৎসার জন্য কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ভাষ্যমতে, তিনটি স্থানে প্রাথমিক সংঘর্ষেই চার সন্ত্রাসী নিহত হয় এবং পরবর্তীতে বিভিন্ন অভিযানে বাকিদের নিষ্ক্রিয় করা হয়। তিনি মন্তব্য করেন যে, সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করছে সন্ত্রাসীরা এখন কেবল আদর্শিক তৎপরতায় সীমাবদ্ধ নেই, বরং ব্যাংক ডাকাতির মতো সংগঠিত অপরাধের দিকেও ঝুঁকছে।
এদিকে আইএসপিআর জানিয়েছে, জাতীয় কর্মপরিকল্পনা এবং ফেডারেল সরকারের অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশনের আওতায় বিদেশি পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী বুগতি বেলুচিস্তানের দুর্গম এলাকায় ডিজিটাল অবকাঠামো ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে সাঙ্গানের মতো কম জনবসতিপূর্ণ এলাকায় নিয়ন্ত্রণহীন ফোরজি নেটওয়ার্ক সন্ত্রাসীদের যোগাযোগে সহায়তা করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এই ঝুঁকি মোকাবিলায় তিনি ৩০০ কোটি রুপির একটি প্রাদেশিক প্রকল্পের ঘোষণা দিয়েছেন, যার মাধ্যমে পুরো প্রদেশে ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নজরদারি বৃদ্ধি করা হবে।