আন্তর্জাতিক

সংসদ সদস্যদের বিনামূল্যে গাড়ি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পূর্ব তিমুর

  প্রতিনিধি 17 September 2025 , 7:19:28 প্রিন্ট সংস্করণ

সরকারি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। বিক্ষোভকারীরা
সরকারি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। বিক্ষোভকারীরা
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

সংসদ সদস্যদের বিনামূল্যে দেওয়ার জন্য সরকারের গাড়ি কেনার সিদ্ধান্তের প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন এশিয়ার দেশ পূর্ব তিমুরে। তীব্র বিক্ষোভের মুখে পূর্ব তিমুরের সরকার এমপিদের বিনামূল্যে গাড়ি দেওয়ার পরিকল্পনা বাতিল করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় তারা সরকারি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এই বিক্ষোভের কয়েক ঘণ্টা পর দেশটির সরকার এমপিদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত বাতিল করেছে।

সরকার গাড়ি কেনার পরিকল্পনা বাতিল করার পরও বুধবার দেশটির রাজধানী দিলিতে অনেকে বিক্ষোভ করেছে। বিবিসিকে এক বিক্ষোভকারী বলেছেন, বুধবার প্রায় ২ হাজার মানুষ রাজধানী দিলির রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। প্রাথমিকভাবে এমপিদের জন্য সরকারের গাড়ি কেনার পরিকল্পনা ঘিরে আন্দোলন শুরু হলেও পরে বিক্ষোভকারীরা আরও বিভিন্ন ধরনের দাবি-দাওয়া তুলে ধরেন। তাদের এই বিক্ষোভ বর্তমানে দেশটির সাবেক এমপিদের আজীবন পেনশনের সুবিধা বাতিলের দাবিতে রূপ নিয়েছে।

সম্প্রতি তরুণদের বিক্ষোভে নেপাল থেকে শুরু করে ইন্দোনেশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের সরকারে ভিত নড়েছে। এর মাঝেই পূর্ব তিমুরে একই ধরনের বিক্ষোভ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বিক্ষোভে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিবিসিকে বলেছেন, তিনি তার বিশ্ববিদ্যালয়ের সামনে কাঁদানে গ্যাসে আক্রান্ত হয়েছেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জনগণ কষ্টে আছে অথচ এমপিরা বিলাসবহুল গাড়ি কিনতে চান।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, পূর্ব তিমুরের এমপিদের বার্ষিক মূল বেতন ৩৬ হাজার মার্কিন ডলার; যা দেশটির গড় আয়ের (প্রায় ৩ হাজার ডলার) চেয়ে ১০ গুণ বেশি।

তবে দেশটিতে এমপিদের জন্য গাড়ি কেনার পরিকল্পনাটি নতুন নয়। গত কয়েক বছর ধরে দেশটিতে এমপিদের জন্য সরকারি গাড়ি কেনার পরিকল্পনার বিষয়ে নিয়মিত বিক্ষোভ করছেন লোকজন। ২০০৮ সালে দেশটির এমপিদের জন্য ১০ লাখ ডলার ব্যয়ে গাড়ি কেনার এক পরিকল্পনার প্রতিবাদ করায় কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, পূর্ব তিমুরের মোট জনসংখ্যার ৭০ শতাংশেরও বেশির বয়স ৩৫ বছরের নিচে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র রাষ্ট্র হলেও পূর্ব তিমুরকে তুলনামূলকভাবে গণতন্ত্রের উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।

দেশটির সাবেক মন্ত্রী ও ইনস্টিটিউট অব পলিটিকস অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট ফিদেলিস লেইটে মাগালহায়েস বিবিসিকে বলেন, এখানে মানুষ জানে যে গণতান্ত্রিক ব্যবস্থার অংশ হিসেবে বিক্ষোভ করাটা স্বাভাবিক। দিলিতে সবকিছু স্বাভাবিকভাবেই চলছে।

সূত্র: বিবিসি।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস