• জাতীয়

    সংসদ নির্বাচন: মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের শেষ

      প্রতিনিধি 9 January 2026 , 5:16:02 প্রিন্ট সংস্করণ

    সংসদ নির্বাচন: মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের শেষ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, ইসি’তে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের কাজ শেষ হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল থেকে অঞ্চলভিত্তিক বুথগুলোতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা দেন প্রার্থীরা। বিকেল ৫টা পর্যন্ত এসব আপিল গ্রহণ করা হয় বলে জানিয়েছে ইসি। এর মধ্যে সবমিলিয়ে আপিল আবেদন জমা পড়েছে ৫৫০টি।

    বিজ্ঞাপন

    জানা গেছে, নির্বাচন কমিশন ভবনে স্থাপিত আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এসব আপিল গ্রহণ করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা উপস্থিত হয়ে বিভিন্ন বুথে কাগজপত্র জমা দিয়েছেন৷ শুক্রবার আপিল গ্রহণ শেষ হওয়ার পর-শনিবার থেকে শুনানি শুরু হবে। আপিল শুনানি শেষে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে।

    ইসির কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে গত ৪ দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। অপরদিকে, আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এসব শুনানি হবে। প্রতিদিন গড়ে ৭০টি করে আপিল আবেদনের শুনানি নেয়ার পরিকল্পনা করেছে কমিশন।

    উল্লেখ্য, ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে ৩০০টি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করেন। এর মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:10 PM চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২টি বিদেশি শুটারগান ও ৯ রাউন্ড গুলি জব্দ 6:49 PM প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: কুড়িগ্রামে ডিভাইসসহ আটক ১০ 6:27 PM বিপিএল: রাজশাহীকে হারিয়ে শীর্ষে উঠেছে চট্টগ্রাম 6:15 PM ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে, রাজধানীতে বিক্ষোভ সমাবেশ 5:51 PM স্বাধীনতার ঘোষক হিসেবে, জিয়াউর রহমানের নাম পাঠ্যবইয়ে সংযোজন 5:41 PM রাতে বিএনপির জরুরি বৈঠক, দলের ‘চেয়ারম্যান’ হতে পারেন তারেক রহমান 5:30 PM পাবনার দুটি আসনে নির্বাচন স্থগিত: সুপ্রিম কোর্ট 5:16 PM সংসদ নির্বাচন: মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের শেষ 4:36 PM ‘বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবিরের বিজয়, জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না’ 4:18 PM সমগ্র ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন!