• সর্বশেষ সংবাদ স্ক্রল

    খালেদা জিয়ার আসনে ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টন

      প্রতিনিধি 3 January 2026 , 4:41:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির জন্মভূমি হিসেবে পরিচিত বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার পক্ষেই মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। তবে তার মৃত্যুতে প্রার্থী পরিবর্তনের প্রয়োজন হলে দল বিকল্প হিসেবে মোরশেদ মিল্টনকে মনোনয়ন দেয়।

    গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

    বিজ্ঞাপন

    দলীয় সূত্র জানায়, মোরশেদ মিল্টন বর্তমানে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এবং গাবতলী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি গাবতলী পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন ধরে বগুড়া-৭ আসনে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে তিনি সক্রিয় রয়েছেন।


    নির্বাচনের প্রস্তুতি হিসেবে তিনি নিয়মিত জনসভা, উঠান বৈঠক এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।

    স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, গাবতলী ও শাজাহানপুর এলাকায় মোরশেদ মিল্টন একজন পরিচিত মুখ। রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করার পাশাপাশি দমন-পীড়নের শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নজিরও রয়েছে তার।

    গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, বেগম খালেদা জিয়া এ এলাকার মানুষের আবেগের জায়গা। তার অনুপস্থিতিতে মোরশেদ মিল্টনের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে এবং এই আসনে বিএনপির অবস্থান অটুট থাকবে বলে তিনি আশাবাদী।

    বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী মোরশেদ মিল্টন ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাকে বিজয়ী করতে নেতাকর্মীরা মাঠে কাজ করছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM বাড়িতেই তৈরি করুন-মিঠাই ভরা ভাপা পিঠা 6:41 PM বিমান বাংলাদেশে চাকরি, নিয়োগ করবে ৫৭ জন 6:29 PM বগুড়ায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত 6:19 PM কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১ 5:40 PM রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাফাই সাক্ষ্য ১৩ জানুয়ারি 5:32 PM পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত ইসি’র 5:23 PM প্রথম দিনের আপিল শুনানি: ৫২ জনের মনোনয়ন বৈধ করেছে ইসি 5:15 PM গানম্যান পেলেন জোনায়েদ সাকিসহ ৩ জন 4:58 PM ব্যাংক ঋণের চড়া সুদের হার, হঠাৎ কমানো সহজ নয়: অর্থ উপদেষ্টা 4:37 PM বিটিভিতে প্রচার হচ্ছে ‘ব্যাচেলর ডায়েরি’