• জাতীয়

    শুক্রবার সারাদেশে বন্ধ থাকবে মোবাইল ফোনের দোকান

      প্রতিনিধি 2 January 2026 , 12:18:59 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদে শুক্রবার (২ জানুয়ারি) সারাদেশে মোবাইল ফোনের দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ (এমবিসিবি) বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানায়।

    সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি অভিযোগ করে, এনইআইআর কার্যক্রম চালুর মাধ্যমে ব্যবসায়ীদের সঙ্গে দেয়া একাধিক প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। এতে বলা হয়, সরকারের বিভিন্ন দপ্তর থেকে বারবার আশ্বাস দেয়া হলেও বাস্তবে তার কোনও প্রতিফলন পাওয়া যায়নি। এমনকি বিটিআরসি চেয়ারম্যানও দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন ব্যবসায়ীরা।

    বিজ্ঞাপন

    এমবিসিবি জানায়, মোবাইল ফোন ব্যবসা এমন একটি খাত, যার ওপর হাজার হাজার ব্যবসায়ী ও লক্ষাধিক মানুষের জীবিকা নির্ভরশীল। সেখানে একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ‘বারবার প্রতিশ্রুতি ভঙ্গের’ প্রতিবাদে তারা এই কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    ব্যবসায়ীরা জানান, অন্য কোনও বিকল্প না থাকায় তারা শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিবাদ হিসেবে সারাদেশে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের আন্দোলনের মূল লক্ষ্য মোবাইল বাজারে সক্রিয় সিন্ডিকেটগুলোর প্রভাবের অবসান ঘটানো। কয়েকটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য পুরো বাজারকে জিম্মি করার অপচেষ্টা আর মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

    এর আগে বৃহস্পতিবার দুপুরে এনইআইআর ব্যবস্থা চালুর প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ সময় সেখানে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে সন্ধ্যার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ব্যবসায়ীদের এলাকা থেকে সরিয়ে দেয়। বিক্ষোভ চলাকালে সেনাবাহিনী ২৮ জন বিক্ষোভকারীকে আটক করেছে বলেও জানা গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:08 AM টিভিতে আজকের খেলা (১৬ জানুয়ারি, ২০২৬) 7:47 AM খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ 7:39 AM আজ ফের মাঠে ফিরছে বিপিএল 7:33 AM গাজায় যুদ্ধবিরতিতেও থামছে না ইসরায়েলি হামলা 7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু