• রাজনীতি

    ইতিহাসের বিরল সম্মান নিয়ে চলে গেছেন বেগম খালেদা জিয়া: জামায়াত আমির

      প্রতিনিধি 1 January 2026 , 9:41:06 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শেষ বিদায় সম্বর্ধনা ইতিহাসের বিরল সম্মান বহন করেছে। মানুষ আবেগে চোখের পানি দিয়ে তাকে বিদায় দিয়েছে, যা তার পাওনা ছিল—এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া জাতির জন্য যে অবদান রেখেছেন, আল্লাহর পক্ষ থেকে তার পাওনা পেয়েছেন। আমরা তার এই সম্মান দেখে অনুপ্রাণিত হই যেন আমরাও দেশের জন্য সেরকম অবদান রাখতে পারি। যাতে বাংলাদেশের মানুয আমাদেরকেও এভাবে সম্মানের সহিত বিদায় দেন। 

    বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোক-সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে প্রয়াত বেগম খালেদা জিয়া সম্পর্কে এভাবেই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    এসময় দলটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন জামায়াত আমির। 

    বিজ্ঞাপন

    বৈঠক শেষে ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একসাথে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হোক।  তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের পর মিলেমিশে দেশের স্বার্থে অতীতে একই সাথে কাজ করেছি আগামীতেও  দেশের স্বার্থে একই সাথে কাজ করব। তারেক রহমানসহ বিএনপির নেতৃবৃন্দ আমাদের সাথে একই মত দিয়েছে। আমরাও একই আকাঙ্খা ব্যক্ত করেছি। আমরা এটাও বলেছি,  আগামী ৫টি বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও চিন্তা করা দরকার। নির্বাচনের পরপরই আমরা বসব খোলামনে কথা বলব। জাতির জন্য চিন্তা করব জাতির জন্য সিদ্ধান্ত নেব। ম্যাডাম ঐক্যের যে পাটাতন তৈরি করে দিয়ে গেছেন তার ওপর দাড়িয়ে যেন আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

    জামায়াত আমিরের মতে, খালেদা জিয়া শুধু তিন তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন লড়াই করে গেছেন। এই লড়াই করতে করতে তার শেষ জীবন কেটেছে জেলে একাকীত্বে। সেই সময় যারা দেশ শাসন করেছেন তারা তার সাথে অমানবিক আচরণ করেছেন। জেলবাসের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন জানানো হলেও তৎকালীন সরকার তা কর্ণপাত করেনি বরং উপহাস করেছে। আল্লাহ তায়ালার বিশেষ বিধান, তিনি বিদেশেও গিয়েছেন, চিকিৎসাও নিয়েছেন। তবে ব্রিটেন থেকে ফিরে তার শরীর এতটাই ভেঙে পড়েছে যে শেষ চিকিৎসা দেশেই নিতে হয়েছে। 

    তিনি তারেক রহমান ও তার পরিবার এবং চিকিৎসক যারা আন্তরিকভাবে তাকে চিকিৎসা দিয়েছেন, তাদের প্রতি সমবেদনা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:08 AM টিভিতে আজকের খেলা (১৬ জানুয়ারি, ২০২৬) 7:47 AM খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ 7:39 AM আজ ফের মাঠে ফিরছে বিপিএল 7:33 AM গাজায় যুদ্ধবিরতিতেও থামছে না ইসরায়েলি হামলা 7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু