• জাতীয়

    শাহাদাত ও শোক- ৩০ মে ও ৩০ ডিসেম্বর

      প্রতিনিধি 30 December 2025 , 4:47:30 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ৩০ মে এবং ৩০ ডিসেম্বর- দুটি তারিখ, যা বাংলাদেশের ইতিহাসে অনন্য গুরুত্ব বহন করে। বাংলাদেশের ৮ম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব জন্য শাহাদাত বরণ করেন। জীবন দিয়েছে বাংলাদেশের জন্য।

    বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে সারাজীবন সংগ্রাম করেছেন, তার মৃত্যু হয় ৩০ ডিসেম্বর। এই দুই দিনই দেশের স্বাধীনতা, ত্যাগ এবং সাহসের প্রতীক। বছরের পর বছর তারা বিচ্ছিন্ন থেকেও, জাতির প্রতি অটুট ভালোবাসা এবং ত্যাগের মাধ্যমে একত্রিত ছিলেন।

    বিজ্ঞাপন

    ৩০ মে আমাদের মনে করিয়ে দেয় সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মুক্তিযোদ্ধাদের কথা, যারা নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য।

    ৩০ ডিসেম্বর চিরদিন স্মরণীয় হয়ে থাকবে বেগম খালেদা জিয়ার জন্য, যিনি দেশকে নতুন জীবন দিয়েছিলেন, শিক্ষার প্রসার, নারী ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক পথে জাতিকে এগিয়ে নিয়ে গেছেন।

    এই দুটি দিন শুধু স্মৃতির নয়, বরং জাতিকে শক্তি, একতা এবং স্বাধীনতার মূল্য শেখায়। বাংলাদেশ চিরকাল তাদের ত্যাগ, সাহস এবং অবদানকে মনে রাখবে। নতুন প্রজন্মও এই ইতিহাস থেকে অনুপ্রেরণা গ্রহণ করবে এবং জাতির সেবা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হবে।

    বাংলাদেশ নতজানু। এই দুই তারিখ জাতিকে চিরকাল স্মরণ করাবে, যা আমাদের একতা, সাহস ও দেশপ্রেমের প্রতীক।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:08 AM টিভিতে আজকের খেলা (১৬ জানুয়ারি, ২০২৬) 7:47 AM খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ 7:39 AM আজ ফের মাঠে ফিরছে বিপিএল 7:33 AM গাজায় যুদ্ধবিরতিতেও থামছে না ইসরায়েলি হামলা 7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু